Header Ads

নিরাপত্তা জনিত কারণে ভেন্যু বদল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের।

নজরবন্দি ব্যুরো: ইডেন গার্ডেনে চলছে গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। বিরাট কোহলি প্রথম ভারতীয় হিসেবে শতরান পেয়ে গিয়েছে। এখন ক্রিজে রয়েছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ গোলাপি বলে টেস্ট ম্যাচ চলছে। এই সিরিজের পরেই ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে চলে আসবে। ৩ ম্যাচের টি ২০ আর ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর মুম্বইতে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হবে না। মুম্বই পুলিশ নিরাপত্তা জনিত কারণ নির্দেশ করেছে। তাই ভেন্যু বদল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচের। তৃতীয় তথা টি ২০ সিরিজের শেষ ম্যাচের ভেন্যু হায়দরাবাদ থেকে সরানো হয়েছে। ১১ ডিসেম্বর ছিল এই ম্যাচ। পরিবর্তিত ক্রীড়াসূচি অনুযায়ী ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি ২০ ম্যাচ হবে হায়দরাবাদে। আর মুম্বইতে ১১ ডিসেম্বর হবে শেষ ম্যাচ টি ২০ সিরিজের। বোর্ডের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই মুম্বই ৬ ডিসেম্বর আর ১১ ডিসেম্বর হায়দরাবাদে ম্যাচ হতে চলা ম্যাচ ভেন্যুর বদল এনেছে। বোর্ডের ওই আধিকারিক জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশনের অধ্যক্ষ মহম্মদ আজহারউদ্দীনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আজহারউদ্দীনও সদর্থকভাবে এগিয়েছে। উল্লেখ্য ২১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত বিরাট জয় পেয়েছিল। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ সেরে দেশে ফিরে এসেছিল টিম বিরাট। এবার ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসতে চলেছে। দুরন্ত ছন্দে রয়েছে টিম বিরাট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের মাটিতে হতে চলা সিরিজেও বিরাট বাহিনীর ঝলক দেখার অপেক্ষায় তামাম ক্রিকেটপ্রেমী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.