অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের আগেই শুরু হতে চলেছে ইস্ট - ওয়েস্ট মেট্রো।
নজরবন্দি ব্যুরো: অপেক্ষা প্রায় শেষ হতে চলেছে। সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই চালু হতে চলেছে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। সমস্ত বাধাকে পিছনে ফেলে বড়দিনের আগেই ইস্ট - ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রথম ধাপে সল্টলেক সেক্টর - ৫ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ট্রেন চলাচল করবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কে এম আরসি এল) সুত্রে খবর, আগামী দু- এক দিনের মধ্যেই এই বিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, সল্টলেক সেক্টর - ৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম এই ছয় স্টেশনের মধ্যে পরিষেবা প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন অপেক্ষা উদ্বোধনের। পুজোর আগেই ইস্ট - ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় ইস্ট - ওয়েস্ট মেট্রোরই ফেজ-২ এর সুড়ঙ্গ কাটার সময়ে বউবাজারে ও তার আসে পাশের অঞ্চলে মাটি বসে ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি। ফলে এই বিপর্যয়ের কারণে পুজোর আগে ফেজ-১ এর উদ্বোধনের ভাবনা স্থগিত রেখে বিপর্যয় সামাল দেওয়াতেই নজর দেয় কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কে এম আরসি এল)। পুজোর মুখে কলকাতার বাসিন্দাদের 'শারদ উপহার' দেওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।
কিন্তু বড়দিনের আগেই মিটতে চলেছে সেই আফসোস। কলকাতার বাসিন্দারা বড়দিনের আগেই বড়দিনের উপহার পেতে চলেছেন। গত ৬ ই আগস্ট কমিশনার অফ রেলওয়ে সেফটির (সি আর এস) ছাড়পত্র পাওয়ার পরেই যাত্রী পরিবহণের অধিকারী হয়েছে ইস্ট - ওয়েস্ট মেট্রো। কিন্তু ছাড়পত্রের মেয়াদ ৩০ শে নভেম্বর পর্যন্ত। ওই তারিখের মধ্যে ফোজ-১ চালু না করলে আবারও সি আর এস - এর ছাড়পত্রের প্রয়োজন হবে। যদিও ডিসেম্বরের প্রথম দিকে পরিষেবা শুরু হলে সি আর এসের নতুন ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কে এম আরসি এল - এর খুব একটা অসুবিধা হবে না বলে মনে করেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এক টিভি চ্যানেলকে জানিয়েছেন, সল্টলেক সেক্টর - ৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম এই ছয় স্টেশনের মধ্যে পরিষেবা প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন অপেক্ষা উদ্বোধনের। পুজোর আগেই ইস্ট - ওয়েস্ট মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় ইস্ট - ওয়েস্ট মেট্রোরই ফেজ-২ এর সুড়ঙ্গ কাটার সময়ে বউবাজারে ও তার আসে পাশের অঞ্চলে মাটি বসে ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি। ফলে এই বিপর্যয়ের কারণে পুজোর আগে ফেজ-১ এর উদ্বোধনের ভাবনা স্থগিত রেখে বিপর্যয় সামাল দেওয়াতেই নজর দেয় কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কে এম আরসি এল)। পুজোর মুখে কলকাতার বাসিন্দাদের 'শারদ উপহার' দেওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।

No comments