রাজ্যে ঢুকছে হিমেল হাওয়া, সপ্তাহের শেষে কতটা কমবে তাপমাত্রা?
নজরবন্দি ব্যুরোঃ দিনের শুরু এবং শেষে বেশ ভালো মতোই টের পাওয়া যাচ্ছে সে আসছে। সে- শীত। ক্রমশই রাজ্যে জুড়ে জোরালো হচ্ছে শীতের অনুভূতি। বুধবার থেকেই এক লাফে দু’ডিগ্রি পারদ কমেছে শহর ও শহরতলির। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া রাজ্যে ঢুকছে। সপ্তাহের শেষে আরও খানিকটা কমতে পারে তাপমাত্রা, এমন ইঙ্গিতও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, নূন্যতম ৫১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, নূন্যতম ৫১ ডিগ্রি সেলসিয়াস।

No comments