'মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখুন' রাজ্য জুড়ে পোস্টার দিয়ে দাবি আদায়ের লড়াইয়ে WBPTTA
নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় আসার আগে ও পরে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০০৫-০৬ সেশন পর্যন্ত বঞ্চিত সমস্ত পিটিটিআই ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা হবে এবং সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো নূন্যতম যোগ্যতা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের 'বেতন কাঠামো' গঠন ও সিনিয়রিটি অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর দিতে হবে।
তবে এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় জোরদার আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন(WBPTTA)-এর সকল কর্মীরা। বিকাশভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ডিআই, চেয়ারম্যান অফিস, সব জেলার সার্কেল অফিস সহ রাজ্য ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে WBPTTA-এর বেশিরভাগ মহিলা কর্মীরা পোষ্টার তথা দাবি পত্র মারার কাজ করছেন। রাজ্য জুড়ে প্রচার চলছে জোর কদমে। জেলায় জেলায় সম্মেলনও হচ্ছে।
WBPTTA-এর বক্তব্য অনুসারে, ২৭ ও ২৮ নভেম্বর কলকাতার অবস্থানকে পাখির চোখ করে। তাদের দুই দাবি ছিনিয়ে আনতে বদ্ধপরিকর তারা। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে প্রতারণা করছে, এটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই তাদের এই পদক্ষেপ।
তবে এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় জোরদার আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশন(WBPTTA)-এর সকল কর্মীরা। বিকাশভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ডিআই, চেয়ারম্যান অফিস, সব জেলার সার্কেল অফিস সহ রাজ্য ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে WBPTTA-এর বেশিরভাগ মহিলা কর্মীরা পোষ্টার তথা দাবি পত্র মারার কাজ করছেন। রাজ্য জুড়ে প্রচার চলছে জোর কদমে। জেলায় জেলায় সম্মেলনও হচ্ছে।
কোন মন্তব্য নেই