- নজরবন্দি ব্যুরো: ছাত্র সংগ্রামের অন্যতম বড় সংগঠন এসএফআই অর্থাৎ ভারতের ছাত্র ফেডারেশন নতুন উদ্যোগ গ্রহন করল। আগামী ২৫ শে ডিসেম্বর গয়েসপুর পুরসভার অন্তর্গত কাঁটাগঞ্জ, গোকুলপুর অঞ্চলে দুঃস্থ অথচ মেধাবী ছাত্র- ছাত্রীদের ABTA প্রদান করবে কাঁটাগঞ্জ গোকুলপুর SFI ইউনিটের পক্ষ থেকে। ভারতের বাম ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ৬০ থেকে প্রায় ৮০ টি ABTA টেস্ট পেপার বিনামূল্যে দান করা হবে দুঃস্থ অথচ মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থীদের ।
SFI ইউনিট প্রায় প্রত্যেক জেলাতে এই কর্মসূচি গ্রহণ করেছে। নভেম্বর, ডিসেম্বর মাস জুড়ে একেকটি জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের ABTA প্রদানের কর্মসূচি চলবে। হুগলি ইউনিট এই কর্মসূচিটি সম্পন্ন করবে ২২ শে ডিসেম্বর।
কাঁটাগঞ্জ অঞ্চলের এই কার্যটি সম্পন্ন হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মিলগেট CPIM পার্টির দপ্তর সংলগ্ন মাঠে। দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীদের জন্য এই উদ্যোগ ভারতের বাম ছাত্র ফেডারেশনের।
কোন মন্তব্য নেই