Header Ads

শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি যাচাই নিয়ে বড় সিদ্ধান্ত NCTE-র। #BreakingNews

নজরবন্দি ব্যুরো: শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি যাচাই এবার অনলাইনে করা যাবে। শিক্ষক প্রশিক্ষণের শিক্ষা প্রতিষ্ঠান বৈধ কিনা তাও জানা যাবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTE ওয়েব লিঙ্ক থেকে। এমনই বিঞ্জপ্তি জারি করেছে NCTE। ইতিমধ্যেই NCTE চাকরীপ্রার্থীদের সুবিধার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করেছে।
এই ব্যবস্থাকে সরলীকরণ এবং আধুনিক করে তোলার জন্য ওয়েব পোর্টালটিকে আরও বেশি করে সময়োপযোগী করে তোলা হয়েছে। ncte.gov.in/OTPRMS/Teacher/TeacherRegistration.aspx এই ওয়েব লিঙ্ক আপলোড করেছে NCTE। এই লিঙ্কে গিয়ে চাকরীপ্রার্থী প্রশিক্ষণের শংসাপত্র NCTE এর অনুমোদন আছে কিনা। অর্থাৎ বিএড এবং ডিএলএড ডিগ্রি বৈধ কিনা যাচাই করে দেখতে পারবে চাকরীপ্রার্থীরা। এমনকি কোন বোর্ড অথবা কমিশন চাকরীপ্রার্থীর শংসাপত্র সংক্রান্ত তথ্য এবং নথি যাচাই করে দেখতে পারবে এই লিঙ্কে ক্লিক করলেই। সঙ্গে চাকরীপ্রার্থীরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রের শংসাপত্র পাওয়ার জন্য এই ওয়েব লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
পরবর্তী ধাপে ২০০ টাকা দিয়ে অনলাইনে জমা করতে হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আবেদনকারি শংসাপত্রের প্রিন্ট আউট পেয়ে যাবেন। এরই সঙ্গে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করার সময়ে চাকরীপ্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন তার নাম উল্লেখ করতে হবে। এর ফলে প্রমাণিত হয়ে যাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানNCTE অনুমোদিত কিনা। অনুমোদন না থাকলে শংসাপত্র পাওয়া যাবে না। NCTE মনে করছে, এরফলে গোটা প্রক্রিয়াতে নিরাপত্তা এবং স্বচ্ছতা আসবে। দুর্নীতি ধরা পড়বে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.