Header Ads

অবশেষে মুখ খুলেই ফেললেন গৌতম গম্ভীর, ধোনির বিরুদ্ধে আনলেন অভিযোগ।

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ আট বছর পর ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি হাতছাড়া করার কারণ আনলেন প্রকাশ্যে। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এম এস ধোনির দিকে আঙুল তুলে জানিয়েই দিলেন, 'ম্যাচের সময় ফোকাস নড়ে যায়। ব্যক্তিগত রান নিয়ে সচেতন হয়ে পড়ি।' শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ২৭৪ রান তাড়া করতে নেমে চটজলদি ভারত সচিন, সহবাগের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
মাঠে নামে গৌতম গম্ভীর আর নিজেকে ওপরে তুলে আনেন এম এস ধোনি। দুজনের যুগলবন্দীতে ১০৯ রান জোড়েন স্কোরবোর্ডে। ম্যাচের ৪২ ওভারে শ্রীলঙ্কার থিসেরা পেরেরাকে উড়িয়ে খেলতে গিয়ে ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরে আসেন গম্ভীর। কেন সেদিন সেঞ্চুরি হাতছাড়া করতে হয়েছিল? এই প্রশ্ন বারে বারে তেড়ে এসেছে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে। এবার গৌতম গম্ভীর মাহির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে জানিয়ে দিল, '৯৭ রানে ব্যাট করার সময়ে কী হয়েছিল, বহুবার এই প্রশ্ন তাক্ব প্রশ্ন করা হয়েছিল। ৯৭ রানে পৌঁছানোর আগে আমি ব্যক্তিগত রান নিয়ে মাথা ঘামায়নি।
শ্রীলঙ্কার রান তাড়া করা কীভাবে সম্ভব তা নিয়েই চিন্তাভাবনা করছিলাম। একটা ওভারের পরে ধোনি এগিয়ে এসে বলল, আর তিন রান করতে পারলেই তুমি সেঞ্চুরি করে ফেলবে।' এরপরেই গম্ভীরের বিস্ফোরক দাবি, মাহির ওই কথা শোনার পর ফোকাস নড়ে যায়। গৌতম গম্ভীরের গলায় আফশোসের সুর ঝড়ে পড়ে জানিয়েছে,'যখনই ব্যক্তিগত পারফর্মেন্স, ব্যক্তিগত স্কোর নিয়ে বেশি চিন্তাভাবনা করা হয়, রক্তের গতি তখনই বেড়ে যায়। আগে শ্রীলঙ্কার টার্গেট নিয়ে চিন্তাভাবনা করছিলাম। তাহলে হয়তো সেঞ্চুরি করেই ফেলতাম।' গৌতম গম্ভীরের এই বিস্ফোরক দাবি ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.