Header Ads

'কোথাও কিছু বাকি নেই, সব কাজ হয়ে গিয়েছে!' নিজেই উন্নয়নের ফিরিস্তি দিলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধরাশায়ী হওয়ার পর কোচবিহার সফরে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের কর্মীসভা মঞ্চ থেকেই জানিয়ে দেন, কোথাও তো আর কিছু বাকি নেই৷ সবই হয়ে গিয়েছ৷ তারপরেও কিছু অপপ্রচার কুৎসা, টাকার খেলার কারণে ফলাফল খারাপ হয়েছে৷ এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নেত্রী৷
কোচবিহার সফরে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, ‘‘আগে ৩৪ বছরে সরকার কখনও উত্তরবঙ্গের দিকে তাকিয়ে দেখেনি৷ উত্তরবঙ্গের দিকে তাকায়নি কেউ৷ আমি বারবার এসেছি৷ এখানে ভোরের আলো হয়েছে৷ সার্কিট হাউজ হয়েছে৷ ছিট মহল সমাধান হয়েছে৷ সবকিছু করে দিয়েছি৷ কিন্তু দুর্ভাগ্যজনক, অপপ্রচারের জন্য আমার মাথা নত করতে বাধ্য হয়েছি৷’’ এনআরসি নিয়ে তাঁর মন্তব্য, ‘‘মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে৷ টাকা কেড়ে নেওয়া হচ্ছে৷ বিজেপি মিথ্যে বোঝালে কাউকে সেই ভুল পথে চালবেন না৷
ওরা উদ্বাস্তুদের অধিকারের ছিনিয়ে নিতে চলেছে৷ অসমে ১৫ লক্ষ হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে৷ আমি প্রথম উদ্বাস্তুদের জন্য লড়াই করেছিলাম৷ উদ্বাস্তুদের নিঃশর্তে নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছিলাম৷ আজ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কিছু লোক ভাগাভাগি করতে চাইছে৷ হায়দ্রাবাদের একটি দল আছে যারা বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু মানুষের মন ভেঙে দিচ্ছে৷ ওদের কথায় ভুল বুঝবেন না৷’’
তৃণমূলের গোষ্ঠী নিয়েও মুখ খোলেন মমতা৷ কোচবিহার পুরসভার পুরপ্রধানকে সতর্ক করে বলেন, ‘‘আলোর জন্য দলের মধ্যে ঝগড়া করবে না৷ আমরা শুধু কাজ চাই৷ এই দলে আমার কর্মীরাই নেতা৷ দলে একজনই নেতা৷ জোড়াফুল ছাড়া আর কিছুই নয়৷ সবাই আমরা কর্মী৷ এখানে যা কাজ করার আমি করব৷ আমার উপরে ছেড়ে দিন৷ শুধু পাশে থাকুন৷ আমি আপনাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাব৷’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.