Header Ads

'অচ্ছে দিনের' প্রতিশ্রুতির ঘূর্ণাবর্তে অক্টোবরে বেলাইন কর্মসংস্থান ।

নজরবন্দি ব্যুরো: শুক্রবার অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমি (সিএমআইই) এর রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্টে উঠে এসেছে দেশের বেকারত্ব নিয়ে চাঞ্চল্যকর এক  তথ্য। রিপোর্ট বলছে চলতি অক্টোবরে  ভারতে বেকারত্ব ৮.৫% বৃদ্ধি পেয়েছে। যা বিগত তিন বছরে সবথেকে বেশি।  গত সেপ্টেম্বরে দেশে বেকারত্ব ছিল ৭.২%। অর্থাৎ চলতি অক্টোবরে বেকারত্ব বেড়েছে। ২০১৬ সালের আগস্টে ভারতে বেকারত্ব হয়েছিল ৮.৫৯ শতাংশ। অক্টোবর মাস উৎসবের মরসুম হলেও মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। বিক্রি ভাল হচ্ছে না। পণ্য পরিষেবা লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই কম। সরকারি পরিসংখ্যান ভয়ঙ্কর তথ্য সামনে আনছে। দেশের বুনিয়াদি শিল্পে উৎপাদন ৫.২ শতাংশ হ্রাস পেয়েছে। আগস্টে প্রত্যক্ষ শিল্পোৎপাদন কমেছে ১.১ শতাংশ। একমাত্র  দীপাবলির পর শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে। বিভিন্ন সংস্থা কর্মী নিয়োগ বন্ধ রাখছে। চলছেকল কারখানার গেটে 'ক্লোজার' নোটিশ ঝলানোর প্রক্রিয়া। নোটবন্দি আর জিএসটির ধাক্কায় বাজার ঝিমিয়ে পড়েছে। কর্মী সঙ্কোচন পাল্লা দিয়ে ছুটছে। নোটবন্দি আফটার এফেক্ট বা পরবর্তী প্রতিক্রিয়ায় ২০১৭ সালে সাড়ে চার দশকে সর্বচ্চোতে গিয়ে দাঁড়িয়েছে, ৬.১ শতাংশ। অবশ্য নরেন্দ্র মোদি সরকার মানতে চায়নি এই তথ্য। অর্থনীতির বেহাল দশা নিয়ে দেশের বিরোধী দল অল্প বিস্তর গলা ফাটিয়েছে। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোট মধ্যগগনের পথে 'চৌকিদার চোর হ্যায়', রাফায়েল যুদ্ধবিমান কেলেঙ্কারি ভোট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের আর্থিক সঙ্কট মুক্তির দিশা দিশাহীন। তাই 'অচ্ছে দিন' এর প্রতিশ্রুতির ঘূর্ণাবর্তে অক্টোবরে কর্মসংস্থান বেলাইন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.