সুখবর! গৃহঋণ দিতে চলেছে রাজ্য সরকার, কিভাবে পাবেন গৃহঋণ?
নজরবন্দি ব্যুরো: বসতি বা ঠিকা ভাড়াটিয়াদের গৃহ নির্মাণের জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই সুবিধা পেতে হলে কলকাতা এবং হাওড়া পুরিনিগমের অয়্যাসেসমেন্ট রোলে নাম থাকতে হবে সংশ্লিষ্ট আবেদনকারি উপভোক্তার। এই বিষয়টি নিয়ে রাজ্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই প্রসঙ্গ নিয়ে রাজ্যের পুর এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন
ঘর করতে বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা দেবে রাজ্য সরকার।ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, অন্তত ২৮৫ স্কোয়ার ফুট বাড়ি করার ক্ষেত্রে এই সরকারি সুবিধা পাওয়া যাবে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেছে, বিধানসভায় এই বিষয়টি নিয়ে সংশোধনী প্রস্তাব আগেই পাশ হয়েছে। বসতি উন্নয়নের জন্য সংশোধনী দরকার ছিল। বর্তমানে ভাড়াটিয়ারা ঘর করতে বা সংস্কারের কাজে ঋণ পান না। এই সমস্যা দূর করার জন্য ঠিকা লিজি নিতে হবে। কলকাতা ও হাওড়া পুরিনিগমে এই বিষয়ে আবেদন করতে হবে উপভোক্তাদের। ঠিকা টেন্যান্ট হিসেবে যাদের নাম নথিভুক্ত রয়েছে, তারাই ঠিকা লিজির মর্যাদা পাবে।
ঘর করতে বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা দেবে রাজ্য সরকার।ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, অন্তত ২৮৫ স্কোয়ার ফুট বাড়ি করার ক্ষেত্রে এই সরকারি সুবিধা পাওয়া যাবে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেছে, বিধানসভায় এই বিষয়টি নিয়ে সংশোধনী প্রস্তাব আগেই পাশ হয়েছে। বসতি উন্নয়নের জন্য সংশোধনী দরকার ছিল। বর্তমানে ভাড়াটিয়ারা ঘর করতে বা সংস্কারের কাজে ঋণ পান না। এই সমস্যা দূর করার জন্য ঠিকা লিজি নিতে হবে। কলকাতা ও হাওড়া পুরিনিগমে এই বিষয়ে আবেদন করতে হবে উপভোক্তাদের। ঠিকা টেন্যান্ট হিসেবে যাদের নাম নথিভুক্ত রয়েছে, তারাই ঠিকা লিজির মর্যাদা পাবে।
Loading...
কোন মন্তব্য নেই