অনূর্ধ্ব ২৩ ক্রিকেটে ঈশান পোড়েলের দুরন্ত স্পেল, ফাইনালে বাংলা।
নজরবন্দি ব্যুরো: বাংলার চন্দননগর এক্সপ্রেস ঈশান পোড়েলের দুরন্ত বোলিং স্পেলের মুখে দাঁড়িয়ে গুটিয়ে গেল চন্ডিগড়। একদিনের অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে চন্ডিগড়ের বিরুদ্ধে ২৩৩ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। অল্প রানের পুঁজি নিয়ে চন্ডিগড় টিমকে আটকানো দুঃসাধ্য ছিল। কিন্ত ঈশান দাপটে বাংলা এখন টুর্নামেন্টের ফাইনালে। ৭ ওভার হাত ঘুরিয়ে ঈশান পোড়েলের ঝুলিতে ৫ উইকেট, ১৮ রান খরচ করে। ঈশানকে যোগ্য সঙ্গ দেয় আকাশ দীপ।
বাংলার দুই বোলারের আক্রমণের মুখে পড়ে চন্ডিগড় ২৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এই জায়গা থেকে চন্ডিগড় আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮৩ রানেই অলআউট হয়ে যায় চন্ডিগড়। বাংলার হয়ে প্রথম ইনিংসে অঙ্কুর পাল ৭১ আর রনোজৎ সিংহ খাড়িয়া ৬০ রান করেছেন। চন্ডিগড়ের বিরুদ্ধে সৌরাশিস লাহিড়ীর ছেলেরা দুরন্ত জয় ছিনিয়ে আনলেও উচ্ছ্বাসের বন্যায় গা ভাসাতে নারাজ। রবিবারের ফাইনালে বাংলা খেলবে গুজরাতের বিরুদ্ধে, দেরাদুনে।

No comments