শীতের সকাল বা সন্ধ্যা ,সাথে কফি জমে যাবে আড্ডা আর তার সাথে বোনাস সুন্দর স্কিন আর ঝলমলে চুল
নজরবন্দি ব্যুরো : শীতের সকাল জমে যাবে তাই না যদি সাথী হয় কফি সকাল সকাল যেমন এনার্জি পাওয়া যাবে আবার যদি স্কিন ও হেয়ারও ঠিক রাখা যায় তাহলে কেমন হয় ? অফিস বা ঘরের কাজ তো করতেই হয় কিন্তু সময় তো খুব কম , তাই দু মিনিট বের করা যেতে পারে? নিশ্চই পারে ঘরের থাকা জিনিস আর সাথে গ্লোইং স্কিন আর ঝলমলে চুল আমরা সবাই পেতে চাই। তাহলে অফিস এ যাওয়ার আগে বা ফিরে বা যারা ঘরের কাজে নিপুন তারা নিজের জন্য কিছুক্ষণ সময় বার করে নিন, আর এই গুলি করে ফেলুন।
প্রথমত , কফি পাউডারের সাথে মিল্ক মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই স্কিন গ্লো করবে । ডেড স্কিন সেল নষ্ট হয়ে ঝকঝকে হয় যাবে । দ্বিতীয়ত , আর সাথে যদি পাওয়া যায় একঢাল ঘন চুল তাহলে হবে না বোনাস পাওয়া স্টাইল ? তাই হেনা পাউডার সাথে কফি মিশিয়ে মেখে ধুয়ে নিলেই ঝলমলে চুল আর হালকা রং পাওয়া যাবে। এই শীত মানেই স্কিন আর চুল নিয়ে সমস্যা কিন্তু সমাধান হাতের মুঠোয় । তাহলে শীত টা জমেই যাক কফির সাথে আর থাকবে সুন্দর স্কিন আর ঝলমলে চুল । শুরু করুন এখন থেকেই।
প্রথমত , কফি পাউডারের সাথে মিল্ক মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই স্কিন গ্লো করবে । ডেড স্কিন সেল নষ্ট হয়ে ঝকঝকে হয় যাবে । দ্বিতীয়ত , আর সাথে যদি পাওয়া যায় একঢাল ঘন চুল তাহলে হবে না বোনাস পাওয়া স্টাইল ? তাই হেনা পাউডার সাথে কফি মিশিয়ে মেখে ধুয়ে নিলেই ঝলমলে চুল আর হালকা রং পাওয়া যাবে। এই শীত মানেই স্কিন আর চুল নিয়ে সমস্যা কিন্তু সমাধান হাতের মুঠোয় । তাহলে শীত টা জমেই যাক কফির সাথে আর থাকবে সুন্দর স্কিন আর ঝলমলে চুল । শুরু করুন এখন থেকেই।

No comments