হায়দরাবাদ গণধর্ষণ- খুন কান্ডের প্রতিবাদ সংসদের বাইরে এক যুবতীর। গ্রেফতার প্রতিবাদী যুবতী!
নজরবন্দি ব্যুরো :বৃহস্পতিবার হায়দরাবাদের কাছে সাশসাকদের এক টোল প্ল্যাজার কাছে গণধর্ষণের পর জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় ৪ জন ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল মহম্মদ আরিফ, জল্লু শিক, জল্লু নবীন ও চিন্তকুন্ত চেন্নাকেশভুলু। এই ঘটনার প্রতিবাদে সংসদ ভবনের সামনে প্রতিবাদ দেখালেন দিল্লির এক যুবতী অনু দুবে। 'আমার ভারতে আমি নিরাপদ নই কেন?' - প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছিলেন অনু দুবে। আর এই প্রতিবাদ ও বিক্ষোভের জেরেই এই যুবতীকে গ্রেফতার করে পার্লামেন্ট স্টিটের দিল্লি পুলিশ।
তবে থানায় পৌঁছে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন দিল্লি মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবং মহিলা কমিশনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় অনুকে। ছাড়া পাওয়ার পর অনু সাংবাদিকদের বলেন, 'প্রত্যেক ধর্ষণের ঘটনার প্রতিবাদ করব। ধর্ষিতা মহিলাদের কাছে আর্জি এগিয়ে এসে আমায় জানান আপনারা। আমি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখাব।' তিনি আরও জানান, শুধু হায়দরাবাদ নয়, ২০১২ থেকে ' সব ধর্ষণের' ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদ দেখাচ্ছেন তিনি।
তবে থানায় পৌঁছে পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন দিল্লি মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবং মহিলা কমিশনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় অনুকে। ছাড়া পাওয়ার পর অনু সাংবাদিকদের বলেন, 'প্রত্যেক ধর্ষণের ঘটনার প্রতিবাদ করব। ধর্ষিতা মহিলাদের কাছে আর্জি এগিয়ে এসে আমায় জানান আপনারা। আমি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখাব।' তিনি আরও জানান, শুধু হায়দরাবাদ নয়, ২০১২ থেকে ' সব ধর্ষণের' ঘটনার বিরুদ্ধেও প্রতিবাদ দেখাচ্ছেন তিনি।

No comments