Header Ads

আস্থা ভোটে তোলাপাড় মহারাষ্ট্র বিধানসভা, মন্ত্রাণালয়ে কুর্সিতে উদ্ধব ঠাকরে।

নজরবন্দি ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভা ভোট, ভোট পরবর্তী ফলাফল, শিবসেনার দরকষাকষি, রাষ্ট্রপতি শাসন জারি, সুপ্রীম কোর্টের হস্তক্ষেপ, অজিত পাওয়ার ইস্তফা পর্ব, দেবেন্দ্র ফডনবীসের ক্ষমতা দখল এবং রাতারাতি ইস্তফা পদ থেকে, আগাড়ি জোট গঠন, আস্থা ভোট, উত্তাল বিধানসভা কক্ষ, মন্ত্রাণালয়ের মুখ্যমন্ত্রী চেয়ারে উদ্ধব ঠাকরে। ঘটনার ঘনঘটা। মেলোড্রামাট্রিক ছন্দে পেন্ডুলামের মতো ক্ষমতার লাড্ডু ঘুরপাক খেতে খেতে তরী তীরে এসে ভিড়ল কি? মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে জয়ী হল শিবসেনা-কংগ্রেস-এনসিপি- জোট মহারাষ্ট্র বিকাশ আগাড়ি। পক্ষে ভোট ১৬৯, ভোটদানে বিরত ৪ বিধায়ক।
শনিবার অধিবেশনের শুরুতে দুটি বিষয়ে আপত্তি তোলে দেবেন্দ্র ফডনবীস। এক,আপত্তি নিয়ম মেনে সভার শুরুতে বন্দেমাতরম গান গাওয়া হয়নি। দুই, আস্থা ভোটের একদিন আগে কেন প্রটেম স্পিকার বদল। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের বক্তব্য, ভোটাভুটি হওয়া উচিত ছিল স্থায়ী স্পিকারের নেতৃত্বতে। এই ঘটনা বিরল। ভোটাভুটির আগেই দেবেন্দ্র ফডনবীসের নেতৃত্বতে থাকা বিজেপি বিধায়ক দল বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে আসে। বিধায়কদের শিবির বদলের আশঙ্কা থেকেই চটজলদি ভোট করিয়েছে জোট সরকার।
৩ ডিসেম্বর পর্যন্ত সময় ছিল, এমনই অভিযোগ তোলেন দেবেন্দ্র ফডনবীস। আস্থা ভোটকে কেন্দ্র করে কংগ্রেস, এনসিপি, শিবসেনা দলের বিধায়কদের ওপরে জারি করেছিল হুইপ। তিন দলের জোটের কাছে বিধায়ক সংখ্যা ১৫৪। ২৮৮ মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণের ম্যাজিক ফিগার ১৪৫। ৯ বিধায়ক বেশি আছে আগাড়ি জোটের। সূত্র বলছে, নির্দল বিধায়কদের সমর্থন আসতে পারে। মোট ১৬৫ সংখ্যা নিয়ে আগাড়ি জোট বিধানসভায় শক্তি প্রদর্শন করতে পারে। শেষমেশ বিধানসভার আস্থা ভোটে জয়ী কংগ্রেস,এনসিপি,শিবসেনা জোট মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোট। মন্ত্রাণালয়ের চেয়ারে উদ্ধব ঠাকরে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.