Header Ads

৫ বিদেশি খেলিয়েও আইজলের বিরুদ্ধে ড্র মোহনবাগানের।

নজরবন্দি ব্যুরো: আই লিগ ২০১৯-২০ মরসুমের প্রথম ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অভিযান শুরু করলো শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব। মরসুমের প্রথম ম্যাচ, তাও আবার অয়্যাওয়ে। আইজলের মাটিতে আইজল বধ অধরাই এখনও সবুজ মেরুন শিবিরের কাছে। ৯০ মিনিটের বল দখলের লড়াই এর দুটো চিত্র স্পষ্ট ধরা পড়েছে। প্রথমার্ধ কিবু ভিকুনার ছেলেদের, দ্বিতীয়ার্ধ আইজলের। গোলের সুযোগ পেয়েছিল বাগান। কাজে লাগাতে পারেনি। গঞ্জালেস, বেইতিয়া, কলিনাসরা গোলের লকগেট খুলতে পারেনি। সৌজন্যে আইজল ডিফেন্ডার রিজার্ড কাসাগা আর গোলকিপার লালরেমরৌতা। ম্যাচের সেরাও আইজল গোলকিপার।
 বিরতির পর খেলা শুরু হলে আইজল ফুটবলারেরা বল পায়ে প্রতি আক্রমণে উঠে আসে। কিন্তু বাগান পোস্টের নীচে 'সেভজিৎ' দেবজিৎ মজুমদার। সঠিক সময়ে বেরিয়ে এসে, আবার কখনো গোল মুখ ছোট করে বাগান জালে আইজলের বল জড়াতে দিলেন না। দুই বিদেশি নিয়ে আইজল সবুজ মেরুন শিবিরের বিরুদ্ধে নেমেছিল খেলতে। ঘর গুছিয়ে প্রতি আক্রমণে উঠে আসা, মোটের ওপর আই লিগ প্রথম ম্যাচের চিত্র। পাহাড়ের বাধা টপকাতে গেলে কিবু ভিকুনাকে খাটতে হবে। ৫ বিদেশি ফুটবলার খেলিয়েও গোলশূন্য ড্র করলো মোহনবাগান, আইজলের বিরুদ্ধে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.