Header Ads

২০ লক্ষের কোরেক্স সিরাপ মিলল বারানসী থেকে আসা ট্রাকের ভিতরে!

নজরবন্দি ব্যুরো: বর্ধমান জেলার কাঁকসা থানার পুলিশ দুনম্বর জাতীয় সড়কের পাশে পার্কিং প্লেসে থাকা একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণে কোরেক্স সিরাপ উদ্ধার করল। ট্রাকটি আসছিল বারানসী থেকে বর্ধমানে। ডি সি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, '১২ হাজার ৯০০ বোতল সিরাপ উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ২০ লক্ষ টাকা।'
ট্রাকটি বাজেয়াপ্ত করে পুলিশ। এবং সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় ট্রাক চালক হিমাংসু সিংকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশি জেরায় ট্রাক চালক জানিয়েছে, ' বারানসী থেকে বর্ধমান যাচ্ছিলেন। কিন্তু বর্ধমানের কোথায় সিরাপের বোতলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তিনি জানেন না। স্থানীয় এক ব্যাক্তি তাঁকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে বলে জানানো হয়েছিল।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.