Header Ads

গোলাপি বলের টেস্টে এই ক্রিকেটারের ট্রিপল সেঞ্চুরি, টপকালেন ডন ব্রাডম্যানের রেকর্ড।

নজরবন্দি ব্যুরো: অ্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় দিন রাতের টেস্ট ম্যাচ, গোলাপি বলে। আর এই গোলাপি বলের টেস্টে অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৪১৮ বল খেলে অপরাজিত ৩৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দিলেন পাকিস্তানের বিরুদ্ধে। পাক বোলার আব্বাস, শাহিন আফ্রিদি, মুহাম্মদ মুসাদের গোলাপি বলে সুইং ধোপে টিকল না। প্রথম টেস্টে ওয়ার্নার করেছিলেন ১৫৪ রান।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১৬৬ রান, দ্বিতীয় দিন ক্রিজে নেমে ওয়ার্নাররে ব্যাট বিধ্বংসী রুপ নেয়। পাক পেসারদের গোলাপি বলে সুইংকে ক্লাবস্তরে নামিয়ে আনেন নির্বাসন কাটিয়ে ওঠা অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। দিনের দ্বিতীয় সেশনে তিনশো রানের গন্ডি পেরিয়ে যান ডেভিড ওয়ার্নার। এর কিছু পরেই ওয়ার্নার ডন ব্রাডম্যানের সর্বচ্চো রানের রেকর্ড টপকে যান। ওয়ার্নারের ক্রিজে অপরাজিত থাকা অবস্থাতেই অস্ট্রেলিয় অধিনায়ক টিম পেইন ৩ উইকেটে ৫৮৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দলগত ৩ রানে ইমাম উল হকের উইকেট হারিয়েছে। ক্রিজে রয়েছে মাসুদ ও আজহার আলি। নির্বাসন কাটিয়ে ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে দেখিয়ে দিয়েছিলেন ফুরিয়ে যাননি, এখনও তার মধ্যে ক্রিকেটকে দেওয়ার অনেক কিছুই আছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে অয়্যাসেজ টেস্টে ডেভিড ওয়ার্নারের ব্যাট চুপ করেছিল। আর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ব্যাট আগুন ঝঁড়াচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.