Header Ads

স্বপ্নের ফর্মে ময়াঙ্ক আগরওয়াল। ছাপিয়ে গেলেন ডন ব্র্যাডম্যানকে।

নজরবন্দি ব্যুরোঃ দুর্দান্ত ফর্মে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। হাঁ একদমই তাই। কারণ তাঁর শেষ পাঁচ ইনিংসের তিনটিই সেঞ্চুরি। তার মধ্যে আবার দুটো ডাবল সেঞ্চুরি! আফ্রিকার বিরুদ্ধে ২১৫ ও ১০৮। তার পর বাংলাদেশের বিরুদ্ধে এ দিনের অনবদ্য ২৪৩। আর এই ডাবল সেঞ্চুরি করারা সাথে সাথে অস্ট্রেলীয় কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন ময়াঙ্ক। দ্রুততম দুটি দ্বিশতরান করার তালিকায় নাম লেখালেন তিনি। বিশ্ব ক্রিকেটে ময়াঙ্ক এখন দ্বিতীয় ক্রিকেটার যিনি দ্রুততম ২টি দ্বিশতরান করলেন।
এই তালিকায় প্রথমে রয়েছেন প্রাক্তন ভারতীও ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। ঘরের মাঠে ময়াঙ্কের এটা চতুর্থ টেস্ট। তাঁর কেরিয়ারের তিনটি টেস্টসেঞ্চুরিই এসেছে ঘরের মাঠে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১৫ ও ১০৮। তবে যে ছন্দে তিনি রয়েছেন,তাতে বলাই যায়, ওপেনার হিসেবে নিজের জায়গা জাতীয় দলে পাকা করে ফেলেছেন ময়াঙ্ক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমদিন যদি ভারতীয় পেস বোলারার দাদাগিরি করে থাকেন তাহলে দ্বিতীয় দিনটা মায়াঙ্ক আগারওয়ালের। কেরিয়ারে এখন স্বপ্নের ফর্মে আছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পর এবার বাংলাদেশ। টেস্ট কেরিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা করলেন কর্নাটকের ব্যাটসম্যান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.