রোনাল্ডোর হ্যাটট্রিক, পর্তুগালের জয়, ইউরোর মূল পর্বে ইংল্যান্ড ও ফ্রান্স।
নজরবন্দি ব্যুরো: লিথুয়ানিয়ার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক, লিথুয়ানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে ইউরো ২০২০ আশা জিইয়ে রেখে দিল পর্তুগাল। গ্রুপ 'বি' ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি, ২২ এবং ৬৫ মিনিটে গোল করে সিআরসেভেন। পর্তুগালের হয়ে পিজি, বার্নার্ডো সিলভা ও পেসিএনিচকা গোল করেছে। অন্যদিকে গ্রুপ 'এ' ম্যাচে মন্টেনেগ্রোকে ৭-০ গোলে হারিয়ে ইউরো ২০২০ মূলপর্বে চলে গেল ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হ্যাটট্রিক।
একটি করে গোল মার্কাস রাশফোর্ড, চেম্বারলেইন ও ট্যামি আব্রাহামের। আর গ্রুপ 'এইচ' ম্যাচে বিশ্বকাপ জয়ী ফ্রান্স মলদোভাকে ২-১ গোলে হারিয়েছে। জিনেদিন জিদানের দেশের ছেলেরা মলদোভাকে হারিয়ে ইউরো ২০২০ মূলপর্বে চলে গিয়েছে। রাফায়েল ভায়ালে এবং অলিভিয়ের জিরুদ ফ্রান্সের হয়ে দুটো গোল করেছে।
একটি করে গোল মার্কাস রাশফোর্ড, চেম্বারলেইন ও ট্যামি আব্রাহামের। আর গ্রুপ 'এইচ' ম্যাচে বিশ্বকাপ জয়ী ফ্রান্স মলদোভাকে ২-১ গোলে হারিয়েছে। জিনেদিন জিদানের দেশের ছেলেরা মলদোভাকে হারিয়ে ইউরো ২০২০ মূলপর্বে চলে গিয়েছে। রাফায়েল ভায়ালে এবং অলিভিয়ের জিরুদ ফ্রান্সের হয়ে দুটো গোল করেছে।

No comments