শিক্ষক নিয়োগের খরা কাটতে চলেছে, চাকরি প্রার্থীদের জন্যে জোড়া সুখবর কমিশনের!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ক্ষোভের শেষ নেই চাকরিপ্রার্থীদের। কোথায় সরকারের সদিচ্ছার অভিযোগ তো কোথাও অসচ্ছ নিয়োগের গেরো। তার ওপর মামলার জোট তো আছেই। এরই মাঝখানে এলো জোড়া সুখবর। কিছুদিন আগেই পঞ্চম দফার বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন আর এবার দ্বিতীয় দফার বিজ্ঞপ্তিও প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্যে আগামী ১৯ তারিখ ষষ্ঠ দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার ৪ দিনের মধ্যেই হাজির হতে হবে চাকরিপ্রার্থীদের। উল্লেখ্য গত সপ্তাহে ওয়েটিং-এ থাকা চাকরি প্রার্থীদের পঞ্চম দফার কাউন্সেলিং এর জন্যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর এবার হতে চলেছে ষষ্ঠ দফার কাউন্সেলিং।
আজ স্কুল সার্ভিস কমিশন নিজস্ব ওয়েব সাইটে শূণ্যপদ এবং অন্যান্য বিষয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় স্তরেই ষষ্ঠ দফার কাউন্সেলিং এর মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্যে আগামী ১৯ তারিখ ষষ্ঠ দফার কাউন্সেলিং করবে স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি জারি হওয়ার ৪ দিনের মধ্যেই হাজির হতে হবে চাকরিপ্রার্থীদের। উল্লেখ্য গত সপ্তাহে ওয়েটিং-এ থাকা চাকরি প্রার্থীদের পঞ্চম দফার কাউন্সেলিং এর জন্যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর এবার হতে চলেছে ষষ্ঠ দফার কাউন্সেলিং।



No comments