রাজ্য জুড়ে নাকি চলছে উন্নয়নের জোয়ার। কিন্তু কামালগাজি বাইপাসের বেহাল দশা নিয়ে ফিরাদ কে চিঠি মিমির।
নজরবন্দি ব্যুরোঃ বাইপাসের রাস্তা বেহাল। আর সেই বেহাল রাস্তা মেরামতের দাবিতে নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তৃণমূল সাংসদ মেয়রকে লেখা চিঠিতে লিখেছেন- কামালগাজি ব্রিজ থেকে বারুইপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। নিজে ওই দুরবস্থার সাক্ষী। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে। এই বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে ওই রাস্তার। তাই দ্রুত রাস্তা মেরামতের আবেদন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই বেহাল রাস্তার অবস্থা নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু সে সময় তাঁর কথার সেভাবে কোন পাত্তা দেননি সরকার।
দীর্ঘ দিন ধরেই বেহাল দশা বারুইপুর-কামালগাজি বাইপাসের। বিগত প্রায় এক বছর ধরেই পিচ উধাও সেই রাস্তার। রাস্তায় খালি ইট বিছানো। বৃষ্টির জলে ধুয়ে গিয়ে অবস্থা আরও সঙ্গীন। একাধিক জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষার দিনে সেই ভোগান্তি আরও দ্বিগুণ হয়। প্রসঙ্গত, বাম আমলে তৈরি করা হয়েছিল বারুইপুর-কামালগাজি বাইপাস।যার পুরোভাগে ছিলেন তত্কালীন সাংসদ সুজন চক্রবর্তী। যার ফলে সোনারপুর, সুভাষগ্রাম থেকে বারুইপুরের মানুষদের যে বেশ সুবিধে হয়েছিল। এবার সেই রাস্তার বেহাল দশা নিয়ে চিঠি দিলেন তৃনমূলেরই সাংসদ মিমি। তাঁর দলের মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিমকে।

No comments