Header Ads

জুনিয়ার আর্টিস্টের হাতে ধর্ষিতা হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী!

নজরবন্দি ব্যুরোঃ 'কাহানি ঘর ঘর কী', 'দেশ মে নিকলা হোগা চাঁদ' এই রকম সব মেগাহিট সিরিয়ালে অভিনয় করে নাম কুড়িয়ে ছিলেন অভিনেত্রী এমন কি 'নাচ বল্লিয়ে'-র মত জনপ্রিয় রিয়েলিটি শো তেও নিজের পার্টনারের সাথে দেখা গিয়েছিল তাঁকে। সেই অভিনেত্রীই এবার ধর্ষিত হওয়ার অভিযোগ আনলেন!
মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী এক জুনিয়র আর্টিস্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। অভিনেত্রীর অভিযোগ ওই জুনিয়র আর্টিস্টের সঙ্গে ২০১৮-র অক্টোবরে আলাপ হয়েছিল তাঁর। জুনিয়ার শিল্পীর বাড়ি হরিয়ানার যমুনানগরে। কয়েকটি শোতে পর পর কাজ করার সুবাদে বাড়ে ঘনিষ্ঠতা। গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। সেই সুবাদেই একদিন জুনিয়ার সেই আর্টিস্টের ডাকে হোটেলে গিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ সেখানেই তাঁকে জোর করে মধ্যপান করানো হয় এবং ধর্ষন করা হয়।
প্রাথমিক ভাবে চুপ থাকলেও পরে অভিনেত্রী বোঝেন তিনি প্রেগন্যান্ট! তখন তিনি ওই শিল্পী কে বিবাহের প্রস্তাব দেন, অভিনেতা যুবক সেই প্রস্তাবে সাড়া দেননি। এর পরেই জটিলতা সৃষ্টি হয়, অভিনেত্রী যমুনানগর থানায় ওই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সম্প্রতি। পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত হেফাজতে নেওয়া যায়নি ওই জুনিয়ার শিল্পী কে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.