স্বায়িকরণ ও সম্মানজনক বেতনের দাবীতে বিক্ষোভ বৃত্তিমূলক শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরো: রানী রাসমনি এভিনিউ- তে সকাল ১০ টা নাগাদ ১৯ শে নভেম্বর থেকে ২১ শে নভেম্বর অবস্থান বিক্ষোভ ডাকে বৃত্তিমূলক যৌথ মঞ্চ। তাদের দাবী শিক্ষক - প্রশিক্ষক হিসাবে স্বায়িকরণ ও সম্মানজনক বেতন বৃদ্ধি।
তাদের বক্তব্য, বৃত্তিমূলক কারিগরি (WBSCTVESD) শিক্ষক উচ্চ শিক্ষা পর্ষদের সমতুল্য। উচ্চশিক্ষা পর্ষদের মতই উচ্চ শিক্ষা প্রদান করে তারা।
বরং একটু বেশিই বাস্তবিক এবং পেশাদারী শিক্ষা দান করে তারা। যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সাথে সাথে স্বনির্ভর হতে পারে। সাধারণ উচ্চ শিক্ষায় আর্টস, কমার্স এবং সায়েন্স বিভাগ পড়ানো হয়। কিন্তু বৃত্তিমূলক কারিগরি শিক্ষায় সাধারণ শিক্ষার সাথে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, আর্টিটেকচর, হোম সায়েন্স, বিসনেজ এন্ড কমার্স ও পেরামেডিক্যালও পড়ানো হয়। উচ্চ শিক্ষক পর্ষদ চুক্তিভিত্তিক শিক্ষকদের মূল্য যেখানে সর্বনিম্ন ১৩,০০০ টাকা, সেখানে বৃত্তিমূলক শিক্ষকদের মাসিক বেতন এতটাই নিম্ন যে অন্য কাউকে বলার মত নয় বললেন বৃত্তিমূলক শিক্ষকরা। কারণ আংশিক শিক্ষকরা বছরে শুধু ৯ মাস বেতন পায়।
রাজ্য সরকারের কাছে বৃত্তিমূলক যৌথ মঞ্চের সমস্ত শিক্ষকদের অনুরোধ -
১. উপযুক্ত পে স্কেল চালু করা।
২. মাসে বেতন প্রদান করা।
৩. সম্মানিক এবং একরকম পদ প্রদান করা।
৪. অবসর কালীন সুযোগ সুবিধা।
৫. পিএফ এবং গ্র্যাচুইটি সুবিধা।
৬. পূজা এবং ঈদ এর সময় উপযুক্ত বোনাস।
৭. নাইট গার্ডদের সমস্ত সুযোগ সুবিধা।
৮. নোডাল কর্মীদের বেতন কাঠামো ঠিক করা।
৯. ভি আই আই আই + কে ভি আই আই আই + ২ তে উন্নীত করা।
১০. ভেকেন্ট পোস্ট গুলিতে রিক্রুটমেন্ট করা।
উপরের সমস্ত দাবীগুলোর ভিত্তিতে বৃত্তিমূলক যৌথ মঞ্চের ডাকে বৃত্তিমূলক শিক্ষকদের বিক্ষোভ চলবে টানা তিন দিন।
তাদের বক্তব্য, বৃত্তিমূলক কারিগরি (WBSCTVESD) শিক্ষক উচ্চ শিক্ষা পর্ষদের সমতুল্য। উচ্চশিক্ষা পর্ষদের মতই উচ্চ শিক্ষা প্রদান করে তারা।
বরং একটু বেশিই বাস্তবিক এবং পেশাদারী শিক্ষা দান করে তারা। যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সাথে সাথে স্বনির্ভর হতে পারে। সাধারণ উচ্চ শিক্ষায় আর্টস, কমার্স এবং সায়েন্স বিভাগ পড়ানো হয়। কিন্তু বৃত্তিমূলক কারিগরি শিক্ষায় সাধারণ শিক্ষার সাথে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, আর্টিটেকচর, হোম সায়েন্স, বিসনেজ এন্ড কমার্স ও পেরামেডিক্যালও পড়ানো হয়। উচ্চ শিক্ষক পর্ষদ চুক্তিভিত্তিক শিক্ষকদের মূল্য যেখানে সর্বনিম্ন ১৩,০০০ টাকা, সেখানে বৃত্তিমূলক শিক্ষকদের মাসিক বেতন এতটাই নিম্ন যে অন্য কাউকে বলার মত নয় বললেন বৃত্তিমূলক শিক্ষকরা। কারণ আংশিক শিক্ষকরা বছরে শুধু ৯ মাস বেতন পায়।
১. উপযুক্ত পে স্কেল চালু করা।
২. মাসে বেতন প্রদান করা।
৩. সম্মানিক এবং একরকম পদ প্রদান করা।
৪. অবসর কালীন সুযোগ সুবিধা।
৫. পিএফ এবং গ্র্যাচুইটি সুবিধা।
৬. পূজা এবং ঈদ এর সময় উপযুক্ত বোনাস।
৭. নাইট গার্ডদের সমস্ত সুযোগ সুবিধা।
৮. নোডাল কর্মীদের বেতন কাঠামো ঠিক করা।
৯. ভি আই আই আই + কে ভি আই আই আই + ২ তে উন্নীত করা।
১০. ভেকেন্ট পোস্ট গুলিতে রিক্রুটমেন্ট করা।
উপরের সমস্ত দাবীগুলোর ভিত্তিতে বৃত্তিমূলক যৌথ মঞ্চের ডাকে বৃত্তিমূলক শিক্ষকদের বিক্ষোভ চলবে টানা তিন দিন।
কোন মন্তব্য নেই