Header Ads

এসবিআই এর নয়া নির্দেশিকায় চিন্তার ভাঁজ গ্রাহকদের।

নজরবন্দি ব্যুরো: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) নয়া নির্দেশিকায় বলা হয়েছে মেট্রোপলিটন শহরে গ্রাহকদের Account-এ নুন্যতম ৩০০০ এবং আধা শহরের গ্রাহকদের Account-এ ২০০০ টাকা থাকতে হবে। Account নুন্যতম এই টাকা না রাখলে পেনাল্টি হিসেবে ১০-১৫ টাকা Account থেকে কেটে নেওয়া হবে।
সঙ্গে দিতে হবে জিএসটি। ফলে গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ। ১ নভেম্বর এসবিআই জানিয়েছিল কোন গ্রাহককের Account-এ মূলধন ১ লক্ষ টাকার কম থাকলে সূদের হার হবে ৩.২৫ শতাংশ। এবার এসবিআই ন্যুনতম ব্যালেন্সের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করায় ফাঁপড়ে পড়ে গেল গ্রাহকেরা। এর আগেও বিভিন্ন সময়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশিকা জারি করেছে।
ওই সকল নির্দেশিকার ফলে গ্রাহকদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এসবিআই এর নয়া নির্দেশিকা নিঃসন্দেহে গ্রাহকদের, বিশেষত মধ্যবিত্ত গ্রাহকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.