Header Ads

ক্রিস লিনকে ছেড়ে ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স। বললেন যুবরাজ।

নজরবন্দি ব্যুরো: ক্রিস লিনকে ছেড়ে ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স। এমনটাই মনে করেন যুবরাজ সিং। তিনি বলেছেন বিধ্বংসী ইনিংসের মাধ্যমে কেকেআর ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খানকে জবাব দিতে চেয়েছেন লিন। যুবরাজ বলেছেন, 'লিন দুর্ধর্ষ ইনিংস খেলেছে। অবিশ্বাস্য সমস্ত শট মেরেছে।' এরপরই যুবির সংযোজন, 'আইপিএলে লিনকে সবসময় দেখতে চাই।
 কেকেআরের হয়ে দারুণ শুরু করতে পারত লিন। আমি বুঝতে পারছি না কেন লিনকে রেখে দেওয়া হল না। আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত। এই মুহূর্তে আবু ধাবিতে টি১০ লিগ খেলতে ব্যস্ত যুবি। তাঁর সঙ্গেই মারাঠা আরবিয়ান্স দলের হয়ে খেলেন ক্রিস লিন। এই অজি তারকা আবার সম্প্রতি ৩০ বলে ৯১ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়েন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.