Header Ads

শুরু হয়ে গিয়েছে কলকাতায় কর্পোরেট লিগের দ্বিতীয় সংস্করণ।

নজরবন্দি ব্যুরো: কলকাতা ময়দানে শুরু হতে চলেছে সিএবি আয়োজিত ক্রিকেট লিগ শহর কলকাতায় এখন কর্পোরেট সংস্থার ছড়াছড়ি কর্পোরেট সংস্কৃতিতে জনসংযোগ গুরুত্বপূর্ন দিক তিলোত্তমার বুকে বেশ কয়েক বছর ধরেই বেশকিছু কর্পোরেট ক্রিকেট লিগ হয়ে থাকে এরকমই একটি ক্রিকেট লিগ শুরু হতে চলেছে আসন্ন শীতের মরশুমে পিচ বার্নাস ক্রিকেট লিগ এরকমই একটি কর্পোরেট ক্রিকেট লিগ, যার পোশাকি নাম পিবিসিএল সঙ্গে রয়েছে ড্যাশ স্পোর্টস পাইকপাড়া পিচ বার্নাস এসোসিয়েশনের পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে পিবিসিএল ক্রিকেট লিগ ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে পিবিসিএল ক্রিকেট লিগ এই কর্পোরেট ক্রিকেট লিগ চলবে মার্চ মাস পর্যন্ত তিন দফায় হবে এই কর্পোরেট ক্রিকেট লিগ কর্পোরেট ক্রিকেট লিগের সব ম্যাচ হবে সোদপুরের পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতি ম্যাচ হবে ৩০ ওভারের অংশগ্রহণকারী খেলোয়াড়েরা সাদা পোশাক পড়ে ম্যাচ খেলবে লাল বলে খেলা হবে দল নিয়ে এই কর্পোরেট লিগ দ্বিতীয়বারের জন্য শুরু হতে চলেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আর্কিটেক্ট, সার্নার কর্পোরেশন, এস এস আই ম্যানেজমেন্ট, টাটা মোটর্স, ইনক্রিমেন্টাম ইনভেস্টমেন্ট সলিউশন্স, ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কর্ণিকা টাইলস, লার্নিং মেট, ন্যাশনাল ইনসুরসন্স এবং পিচ বার্নাস টুর্নামেন্টের আয়োজক সুমিত বসাক জানিয়েছেন, 'কর্পোরেট ক্রিকেট লিগ পিবিসিএল শনিবার রবিবার হবে প্রতি দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ১৬ হাজার টাকা দিতে হবে টুর্নামেন্টে ম্যাচের সেরা, সিরিজ সেরা, সর্বচ্চো রান, সর্বাধিক উইকেট সংগ্রহকারী এই চার ধরনের পুরস্কার থাকবে চ্যাম্পিয়ন দল এবং রানার্স দলের জন্য পুরস্কার থাকবে এছাড়া টুর্নামেন্টে তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারনের ম্যাচ থাকবে' টুর্নামেন্টের লক্ষ্য বিষয়ে সুমিত বসাক জানিয়েছেন, 'আমাদের প্রধানের লক্ষ্য কর্মরত মানুষেরা যারা এক সময় ভাল খেলত, কিন্তু বর্তমানে খেলা ছেড়ে দিয়েছে তাদের ফের মাঠমুখী করে তোলা অনেকেই চায় খেলতে কিন্তু সুযোগ নেই তাই এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা কম টাকায় মাঠমুখী করে তুলতে চাই কর্পোরেট জগৎ এর মানুষদের

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.