Header Ads

রাজকুমার হিরানির হাত ধরে নতুন বছরে আবার পর্দায় আসছেন এসআরকে।

নজরবন্দি ব্যুরো: ভরাডুবি হয়েছে শাহরুখের 'জিরো' সিনেমা। তারপর থেকে সিনেমার কাজ থেকে শত হস্ত দূরে চলে গিয়েছেন কিং খান। প্রায় একবছর হয়ে গেলেও নিজের আগামী সিনেমা নিয়ে মুখ খোলেননি বলিউডের বাদশা। তবে চলতি বছরে তাঁর জন্মদিনে শাহরুখ ফ্যানেদের জানিয়েছেন আগামী বছরেই নতুন সিনেমার কাজে হাত দেবেন তিনি।
এবার সে কথা মনে রেখে লাইট ক্যামেরা অ্যাকসানে ফিরছেন এস আর কে। সূত্রের খবর, আগামী বছরের এপ্রিল মাসেই শুরু হবে রাজকুমার হিরানির একটি নতুন ছবি।যদিও শাহরুখের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানাননি। এক সাক্ষাত্কারে আগেই বলেছিলেন জানুয়ারি মাসেই সাংবাদিক সম্মেলন করে আমার আগামী বেশ কিছু সিনেমার কাজের কথা জানিয়ে দেব।' এবার দেখার বিষয় এটাই বলিউডে ফের নিজের জায়গা ফিরে পেতে রাজকুমার হিরানি কতটা সাহায্য করতে পারে কিং খানকে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.