Header Ads

মেডিকেল কলেজে সদ্যোজাত শিশু বদল, তদন্তে গঠিত কমিটি।

নজরবন্দি ব্যুরো: ডানকুনির বাসিন্দা গৃহবধূ রীতা দেবনাথ জন্ম দিয়েছেন পুত্র সন্তান। কিন্তু মেডিকেল কলেজ ও হাসপাতাল রীতা দেবীর কোলে তুলে দিয়েছে কন্যা সন্তান। এমনই গুরুতর অভিযোগ তোলাপাড় মেডিকেল কলেজ ও হাসপাতাল। অভিযোগ পেয়ে গঠিত হয়ে গিয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার থেকে তদন্ত কমিটি তদন্ত শুরু করে দেবে। সোমবার কলকাতার মেডিকেল কলেজের ইডেন বিডিং এ রীতা দেবনাথ কন্যা সন্তানের জন্ম দেয়। নিয়ম মেনে রীতা দেবী ও তার পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যোজাত কন্যা সন্তানকে সামনে আনে। এরপরেই রীতা দেবীর অভিযোগ তার সদ্যোজাত পুত্র সন্তান বদল করা হয়েছে। চিৎকার জুড়ে দেন হাসপাতালে রীতা দেবী।
পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান দেওয়া হয়েছে। অভিযোগ জানান হাসপাতালের সুপারের কাছে। রীতা দেবনাথ দাবি করেছেন, পুত্র সন্তান দেওয়া না হলে তিনি হাসপাতাল ছাড়বেন না। তড়িঘড়ি সুপার ৪ সদস্যের তদন্ত কমিটি বসিয়ে দিয়েছে। মঙ্গলবার সকালেই তদন্ত শুরু করবে কমিটি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.