Header Ads

গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে কলকাতায় পা রেখে দিল কোহলি, রাহানে।

নজরবন্দি ব্যুরো: ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ। ভারতের মাটিতে প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচে বল গড়াতে চলেছে। মঙ্গলবার সকাল ৯.৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পা রেখে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তারই ডেপুটি অজিঙ্ক রাহানে। গোটা টিম দুপুরের মধ্যে কলকাতায় চলে আসবে। এই মূহুর্তে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ব্যস্ত ইডেন গার্ডেনের বাইশ গজকে ঐতিহাসিক গোলাপি টেস্ট ম্যাচের প্ল্যাটফর্ম তৈরির কাজে। ইডেনে স্পোর্টিং পিচ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ব্যাটে বলের লড়াইতে দিন রাতের ঐতিহাসিক গোলাপি বল টেস্ট ম্যাচ স্মরণীয় হয়ে থাকে সেটাই লক্ষ্য।
 মঙ্গলবার কলকাতায় নেমে ক্যাপ্টেন কোহলি ইডেন গার্ডেনের পিচ দেখতে যাবেন এমন আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা গোটা ভারতীয় শিবির মুখিয়ে রয়েছে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলার জন্য। তাইতো ইন্দোরে প্রথম টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়া গোলাপি বলে নেট সেশন সেরে নিয়েছে। তিনদিনে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছে। ভারত দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে। প্রথম টেস্ট তিনদিনে শেষ হওয়ায় হাতে দুই দিন পড়েছিল। কোহলি, রাহানে, ঋদ্ধি, শামিরা দুই দিন গোলাপি বলে অনুশীলন সেরে নিয়েছে। নিজেদের প্রস্তুতিতে কোন খামতি রাখতে নারাজ কোহলি এন্ড কোম্পানি। সব মিলিয়ে কলকাতায় শীত পড়ার আগেই বিরাট কোহলি অজিঙ্ক রাহানেদের কলকাতার মাটিতে পা রাখা নভেম্বরের তিলোত্তমার শীতের আমেজকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.