ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার।
নজরবন্দি ব্যুরো: কোচবিহারের বাসিন্দা সমাপ্তি নামের এক তরুণী চলতি বছর ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিং বিভাগের প্রথম বর্ষে ভর্তি হন। তিনি বরাবর বংলা মাধ্যম স্কুলেই পড়াশোনা করতেন, তবে নার্সিং নিয়ে পড়াশোনা করা হচ্ছিল ইংরেজি ভাষায়। 
আর সেইটি হয়ে উঠেছিল দুস্কর, প্রথম বর্ষের ছাত্রী সমাপ্তি হাজার চেষ্টা করেও মুখস্ত করতে পারছিল না পড়া। বাংলা নিয়ে পড়াশোনা করুক তার পরিবারের কেউ  চাইতেন না। 
তাই প্রায় পরিবারের চাপে পড়ে বাধ্যতামূলক ভাবেই নার্সিং নিয়ে পড়াশোনা করতে হয় তাকে। আর তাই সম্ভবত হতে পারে সেই কারণেই আত্মহত্যার চেষ্টা। ন্যাশনাল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকেই উদ্ধার হল নার্সিং পড়ুয়ার দেহ। কিন্তু প্রশ্ন হল ওই ছাত্রীর মৃত্যু হলো কিভাবে? আর তাই নিয়েই তৈরি হয় রহস্য, ঘটনার তদন্ত করতে নেবেছে বেনিয়া পুকুর থানার পুলিশ। পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা নাকি কোনো প্রেম ঘটিত কারণ তা নিয়েই সন্দেহে আছে পুলিস।
ঘটনা সূত্রে কলেজ এর নার্সিং পড়ুয়াদের থেকে জানা যায় শুক্রবার সন্ধে পর্যন্ত পিকনিক করে তার পর ঘুমিয়ে পড়ে। 
এবং সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতে পায় তার ঝুলন্ত দেহ। প্রশ্ন হচ্ছে প্রতিটি ঘরে তিন চারজন করে পড়ুয়া থাকেন, তাহলে তার আত্মহত্যার সময়ে কেউ টের  পেলো না কেন? 
সবে প্রথম বর্ষের পড়াশোনা শুরু হয়েছিল আর এই কয়েক দিন এর মধ্যেই কীভাবে একজন ছাত্রী আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন এই সব কিছুই ভাবাচ্ছে তদন্ত কারীদের।
তাই প্রায় পরিবারের চাপে পড়ে বাধ্যতামূলক ভাবেই নার্সিং নিয়ে পড়াশোনা করতে হয় তাকে। আর তাই সম্ভবত হতে পারে সেই কারণেই আত্মহত্যার চেষ্টা। ন্যাশনাল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকেই উদ্ধার হল নার্সিং পড়ুয়ার দেহ। কিন্তু প্রশ্ন হল ওই ছাত্রীর মৃত্যু হলো কিভাবে? আর তাই নিয়েই তৈরি হয় রহস্য, ঘটনার তদন্ত করতে নেবেছে বেনিয়া পুকুর থানার পুলিশ। পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা নাকি কোনো প্রেম ঘটিত কারণ তা নিয়েই সন্দেহে আছে পুলিস।
 

 
 
 
No comments