অযোধ্যা কান্ড-রামমন্দির নিয়ে বাংলায় ছবি করবে বিজেপি, মুক্তি পাবে ২০২০-তে।#Exclusive
নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি আইনগত নিষ্পত্তি হয়েছে অযোধ্যা কান্ডের। শুনানিতে জানানো হয়েছে, অযোধ্যাতে রামমন্দির প্রতিস্থাপিত হবে। এবার সেই প্রসঙ্গ টেনেই অযোধ্যায় রামমন্দিরের ইতিহাস নিয়ে সিনেমা বানাতে চলেছে রাজ্য বিজেপি।
সূত্রের খবর অনুয়ায়ী, রামমন্দিরের ইতিহাসের পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের দিকটিও তুলে ধরা হবে ছবিতে। ছবিতে প্রাধান্য পাবে রাজনৈতিক প্রসঙ্গ। 
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী টিভি নরসিমা রাও-এর আমলে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন বাবরি মসজিদ ভেঙে ফেলে। দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারান। ছবিতে উঠে আসবে কলকাতার রাম কোঠারি ও শরদ কোঠারি প্রসঙ্গও। রামমন্দির নিয়ে কংগ্রেস ও বাম সরকারের ভূমিকাও দেখানো হবে। থাকবে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর ভূমিকাও। এছাড়াও ছবিতে স্থান পাবে রামমন্দির নির্মাণ নিয়ে কয়েক দশক ধরে চলে আসা সুপ্রিম কোর্টের আইনি কোন্দলও।
এ ছবির খবর চাউর হতেই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, ২০২১-এর নির্বাচনের কথা মাথায় রেখেই এহেন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। হিন্দু ভোটারদের ভোট পাওয়াই এ ছবির মুখ্য উদ্দেশ্য। ছবিটি তৈরির পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০-তেই মুক্তি পাবে ছবিটি।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী টিভি নরসিমা রাও-এর আমলে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন বাবরি মসজিদ ভেঙে ফেলে। দাঙ্গায় বহু মানুষ প্রাণ হারান। ছবিতে উঠে আসবে কলকাতার রাম কোঠারি ও শরদ কোঠারি প্রসঙ্গও। রামমন্দির নিয়ে কংগ্রেস ও বাম সরকারের ভূমিকাও দেখানো হবে। থাকবে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর ভূমিকাও। এছাড়াও ছবিতে স্থান পাবে রামমন্দির নির্মাণ নিয়ে কয়েক দশক ধরে চলে আসা সুপ্রিম কোর্টের আইনি কোন্দলও।
 

 
 
 
No comments