Header Ads

ভোট নির্ঘন্ট ঘিরে অনিশ্চয়তা; পুরভোট নিয়ে রাজ্য সরকারকে চিঠি কমিশনের।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ২০২০ সালে ১১০ টি পুরসভার পুরভোট হওয়ার কথা। তাই রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিল রাজ্যের পুর ও নগোরোন্নয়ন দফতরকে। রাজ্য পুরভোট কবে করতে পারবে, জানতে চিয়ে চিঠি পাঠালো কমিশন। কলকাতা কর্পোরেশনাধীন সহ শিলিগুড়ি পুরনিগমের মেয়াদ শেষ হচ্ছে মে জুন মাসে। বিধাননগর এবং আসানসোল পুরনিগমের মেয়াদ শেষ হচ্ছে ২০২০ অক্টোবরে। ইতিমধ্যেই ২০১৮ সালে ১৭ পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
মেয়াদ শেষ হয়ে যাওয়া পুরসভাগুলোতে এখনও ভোট হয়নি। প্রশাসক হিসেবে মহকুমা শাসক কাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় রাজ্য পুরভোট কোন সময়ে করতে চাইছে জানতে চেয়ে চিঠি পাঠাল সিইও দফতর। হাওড়া কর্পোরেশন, পানিহাটি পুরসভা সহ ১৭ পুরসভার মেয়াদ গত বছর শেষ হয়ে গিয়েছে।
পুরভোটের দাবিতে রাজ্যের গেরুয়া শিবির হাওড়া কর্পোরেশনাধীন অভিযান করেছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই রাজ্য সরকারের নয়া পুর সংশোধনী আইনকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এই আবহে উত্তর ২৪ পরগণার ২, নদিয়ার ৮,মুর্শিদাবাদের ৬ এবং হুগলির ১৩ পুরসভা ও পুরনিগমের ভোট ভাগ্য রাজ্য সরকার কবে চাইছে জানতে চেয়ে চিঠি পাঠিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশনের সিইও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.