মুক্তি পেল শাহরুখ তনয়া সুহানার প্রথম সিনেমা।
নজরবন্দি ব্যুরো: স্টাইল স্টেটমেন্টে হামেশাই নজর কেড়ে নেন বলিউডের বাদশা শাহরুখ খান কন্যা সুহানা খান। এবার শাহরুখ তনয়ার মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় ঘিরে নেটিজেনরা মুগ্ধ। সদ্য মুক্তিপ্রাপ্ত স্বল্প দৈঘ্যের সিনেমা 'দ্য গ্রে পার্ট অফ ব্লু' রিলিজ হওয়ার পর সুহানা খানকে নিয়ে উচ্ছ্বসিত রিল দুনিয়া। অভিনয় জগৎ পা রেখেই ধামাকা করে দিয়েছেন সুহানা। সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ কন্যা সুহানা। ১০ মিনিটের স্বল্প দৈঘ্যের এই সিনেমাতে সুহানার বিপরীতে অভিনয় করেছে রবিন গোনেলা। ১৭ নভেম্বর এই সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার বিষয়বস্তু কম বয়সী যুগলকে নিয়ে।
মেয়েটির বাড়ি যাওয়ার সময় দুদিনের দীর্ঘ সফরে সম্পর্কের বাস্তবতা কীভাবে বুঝতে পারে, তাই নিয়েই এই সিনেমার বিষয়বস্তু। স্বল্প দৈঘ্যের এই সিনেমার প্রযোজক থিওডোর গিমেনো নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে লিখে পোস্ট করেছেন,'শেষ পর্যন্ত এই প্রোজেক্টকে বাস্তবে রুপ দিতে পেরে আমি উত্তেজিত।' শাহরুখ খান নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সুহানা বলিউডে কাজ করতে চায়। মেয়ে সুহানা এখন গ্রাজুয়েশন শেষ করে আরও পড়াশুনো করতে চায়, তাই নিউইয়র্কে রয়েছে। ইতিমধ্যেই শাহরুখ কন্যা সুহানা নিজের স্টাইল স্টেটমেন্ট আর প্রথম মুক্তিপ্রাপ্ত স্বল্প দৈঘ্যের সিনেমা 'দ্য গ্রে পার্ট অফ ব্ল' অভিনয় করে সমস্ত লাইমলাইট নিজের দিকে তাক করে নিয়েছে।
মেয়েটির বাড়ি যাওয়ার সময় দুদিনের দীর্ঘ সফরে সম্পর্কের বাস্তবতা কীভাবে বুঝতে পারে, তাই নিয়েই এই সিনেমার বিষয়বস্তু। স্বল্প দৈঘ্যের এই সিনেমার প্রযোজক থিওডোর গিমেনো নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে লিখে পোস্ট করেছেন,'শেষ পর্যন্ত এই প্রোজেক্টকে বাস্তবে রুপ দিতে পেরে আমি উত্তেজিত।' শাহরুখ খান নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সুহানা বলিউডে কাজ করতে চায়। মেয়ে সুহানা এখন গ্রাজুয়েশন শেষ করে আরও পড়াশুনো করতে চায়, তাই নিউইয়র্কে রয়েছে। ইতিমধ্যেই শাহরুখ কন্যা সুহানা নিজের স্টাইল স্টেটমেন্ট আর প্রথম মুক্তিপ্রাপ্ত স্বল্প দৈঘ্যের সিনেমা 'দ্য গ্রে পার্ট অফ ব্ল' অভিনয় করে সমস্ত লাইমলাইট নিজের দিকে তাক করে নিয়েছে।

No comments