Header Ads

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশে জোর সওয়াল: অমিত শাহর

নজরবন্দি ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিল পেশ ঘিরে জোড়ালো সওয়াল করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা চলার সময়ে অমিত শাহ স্পষ্ট বক্তব্য রেখে বলেছেন, 'পাকিস্তান-আফগানিস্তান- বাংলাদেশ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রীস্টান, পার্সি শরর্ণাথীদের নাগরিকত্ব পাওয়া উচিত। ধর্মের নামে অমুসলিম বসবাসকারীদের ওপরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে অত্যাচার করা হয়। তাই এখনই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন।' প্রতিবেশী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের ওপরে অত্যাচার নিয়ে সরব প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নাগরিকত্ব সংশোধনী বিল পাশের ওপরেই গুরুত্ব দেন। তবে বিরোধীরা এককাট্টা হয়ে এই বিলের বিরোধিতায় আসরে নামতে চলেছে তা নিশ্চিত।
 ইতিমধ্যেই অসমে জাতীয় নাগরিকপুঞ্জি থেকে ১৭ লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছে। এই ইস্যুতেও সংসদে বিরোধী দলগুলো সরব হয়ে উঠবে। অবৈধ বাংলাদেশী তাড়াতে গিয়ে গোটা অসম রাজ্য জুড়ে লক্ষ লক্ষ হিন্দুদের ডিটেনশন ক্যাম্পে পুড়ে ফেলা এনআরসি প্রক্রিয়াতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা জেগে উঠেছে। এনআরসি নিয়েও বিরোধীরা নিজেদের আপত্তি নিয়ে সংসদে গলা ফাটাতে পারে। অন্যদিকে, অমিত শাহ এনআরসি ইস্যুতে বলেছেন, দেশের জাতিধর্ম নির্বিশেষে সব মানুষকে নাগরিকপুঞ্জির আওতায় আনা হবে। কোনও ধর্মের মানুষকে এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অমিত শাহ আশ্বস্ত করে বলেছেন, নাগরিকপুঞ্জিতে এমন কোন ব্যবস্থা নেই, যাতে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.