Header Ads

এই পুরসভায় নিয়োগ হতে চলেছে প্রচুর চাকরীপ্রার্থী। জানতে হলে পড়ুন।

নজরবন্দি ব্যুরো: গ্রুপ 'ডি' মজদুর পদে বরাহনগর পুরসভা লোক নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই পুরসভার তরফে বিঞ্জপ্তি জারি হয়ে গিয়েছে। রয়েছে ৫০ শূন্যপদ। আবেদন করার শেষ তারিখ চলতি বছরের ৬ ডিসেম্বর। গ্রুপ 'ডি' মজদুর পদের মোট আসন সংখ্যা ৫০। এরমধ্যে তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৩, ওবিসি ৯ এবং অসংরক্ষিত আসন ২৭। আগ্রহী চাকরী প্রার্থীদের ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। প্রার্থীকে অবশ্যি বাংলা ও নেপালি ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে।
 এছাড়া খেলোয়াড় বা ভাল চেহারার অধিকারিরা অগ্রাধিকার পাবে। ১৮-৪০ বছর বয়সীরা এই পদে আবেদনের যোগ্য। বরাহনগর পুরসভার গ্রুপ 'ডি' মজুদর পদে বেতনক্রম ৪৯০০ থেকে ১৬২০০ টাকা। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টার্ভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা বরাহনগর পুরসভার ওয়েবসাইট www.baranagarmunicipality.org ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারেন। অথবা The Chairman, Baranagar Municipality,87, Deshbandhu Road, Kolkata-700035 ঠিকানায় কাগজপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ৬.১২.২০১৯।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.