শিক্ষকদের পাশে দাঁড়ানো রাজ্যপাল কে কালো পতাকা তৃণমূলের! তীব্র প্রতিক্রিয়া শিক্ষক নেতার।
নজরবন্দি ব্যুরো: বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল গার্লস কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই দিন মুর্শিদাবাদের ডোমকলের কাছে জায়গায় জায়গায় জমায়েত করে তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল। এতদিন যা বাকযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল আজ তা নেমে এল রাস্তায়। ডোমকল হাসপাতাল মোড়- সহ একাধিক জায়গায় সকাল থেকেই জমায়েত করছিল শাসকদল। জেলার নেতা, কোথাও আবার ব্লক সভাপতির নেতৃত্বেই রাজ্যের সাংবিধান প্রধানের যাত্রা পথে কালো পতাকা দেখালো বাংলার শাসকদল।
রাজ্যপাল ধনকড় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে ধনকড়ের এই ডোমকল সফর। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যপাল। বুধবার রাজ্যপাল এর ৫০০ কিলোমিটার মুর্শিদাবাদ সফরের জন্য মঙ্গলবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে নাকি কোনও হেলিকপ্টার নেই। গত সপ্তাহে ফারাক্কা কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই কর্মসূচীর জন্য রাজভবন হেলিকপ্টার চেয়েছিল। কিন্তু সেই সময়েও হেলিকপ্টার দেননি সরকার তো বটেই উল্টে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, " রাজ্যপালের কেন হেলিকপ্টার লাগবে তা আমাদের জানতে হবে। এটা তো মানুষের টাকা।"
উল্লেখ্য, বুধবারই মুর্শিদাবাদ জেলায় প্রসাসনিক বৈঠক করতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এর। সেই সময়ই রাজ্যপালের জেলায় জেলায় চলে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শাসক দলের নেতানেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি বলেন - 'উনি বিজেপি পার্টি ম্যান! সংসদেও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশও করেছেন তৃণমূল সাংসদরা। এর পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জবাব দিয়েছেন "আমি সংবিধান মেনে বাংলার মানুষের জন্য কাজ করতে এসেছি। যেখানে ইচ্ছা যাব। এর জন্য রাজ্যের কোনও অনুমতির প্রয়োজন নেই।" শাসকদলের রাজ্যপালের উপর এই ক্ষোভ বুধবার রাস্তায় নামিয়ে দিল শাসকদল। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হল রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে তৃণমূল।
শিক্ষক নেতা তন্ময় ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তন্ময় বাবু বলেন 'যাদের কাছে দেশ ও সংবিধানের থেকে দল বড়, যারা নেতাদের উচ্ছিস্টভোগী, তাঁরা এই ধরনের কাজ নির্দ্বিধায় করতে পারে! এঁরা দেশের ও সমাজের কলঙ্ক! রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনা চরম নিন্দনীয়।'
রাজ্যপাল ধনকড় জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক আনিসুর রহমানের আমন্ত্রণে ধনকড়ের এই ডোমকল সফর। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন রাজ্যপাল। বুধবার রাজ্যপাল এর ৫০০ কিলোমিটার মুর্শিদাবাদ সফরের জন্য মঙ্গলবার রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে নাকি কোনও হেলিকপ্টার নেই। গত সপ্তাহে ফারাক্কা কলেজের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই কর্মসূচীর জন্য রাজভবন হেলিকপ্টার চেয়েছিল। কিন্তু সেই সময়েও হেলিকপ্টার দেননি সরকার তো বটেই উল্টে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, " রাজ্যপালের কেন হেলিকপ্টার লাগবে তা আমাদের জানতে হবে। এটা তো মানুষের টাকা।"

No comments