হোম মিনিস্টার নন, দ্বিতীয় দিনের টেস্টে ইডেনে উপস্থিত থাকবেন ক্রিকেটেপ্রমী অমিত শাহ।
নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার আর মাত্র ১দিন। ইতিমধ্যেই কলকাতার মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট টিম। মাত্র একদিনের ব্যবধানে, ২২ নভেম্বর ইডেনের মাঠে গোলাপি বলের টেস্টে বাংলাদেশ বনাম ভারতের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে দেশবাসী। আর সমগ্র দেশবাসী সঙ্গে সমান উত্তেজিত দেশের হোম মিনিস্টার মহাশয়ও। জানা যাচ্ছে, 'ক্রিকেটেপ্রমী' হিসেবে দ্বিতীয় দিনের টেস্টে ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ।
একটি বিশেষ কাজ পড়ে যাওয়া প্রথম দিন আসবেন না তিনি। তবে সিএবির আমন্ত্রণের কারণে ২৩ নভেম্বর কলকাতায় ইডেন ম্যাচে আসবেন তিনি। তাঁর সঙ্গে ওইদিন ইডেনের ভিভিআইপি বক্সে থাকতে পারেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতারাও। প্রথম দিন ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট ম্যাচের শুভ সূচনা করতে মাঠে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করবেন বলা জানানো হয়েছে।
উল্লেখ্য, অমিত শাহের পুত্র জয় শাহ বিসিসিআই-র সচিব পদে আসীন। জয় শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মিলিত প্রচেষ্টাতেই বাস্তব রূপ পেতে চলেছে প্রথম গোলাপি বলের টেস্ট। সৌরভের পরিকল্পনাতে সিলমোহর দিয়েছেন জয়।
প্রসঙ্গত, আজ সকাল থেকেই ইডেনে প্র্যাক্টিস শুরু করেছে বাংলাদেশ৷ বিকেলে প্র্যাক্টিসে নামবে বিরাট-বাহিনী৷ ঐতিহাসিক টেস্টের আগে ইতিমধ্যেই ইডেনকে ফিট সার্টিফিকেট দিয়েছে পিডব্লুডি৷ ইডেনে ভিভিআইপি-দের বসার জায়গা-সহ যাবতীয় পরিদর্শন করেছে কলকাতা পুলিশ৷ গোলাপি আলোয় মুড়ে দেওয়া হয়েছে ইডেনের গ্যালারি৷ কলকাতায় চলে এসেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও৷
একটি বিশেষ কাজ পড়ে যাওয়া প্রথম দিন আসবেন না তিনি। তবে সিএবির আমন্ত্রণের কারণে ২৩ নভেম্বর কলকাতায় ইডেন ম্যাচে আসবেন তিনি। তাঁর সঙ্গে ওইদিন ইডেনের ভিভিআইপি বক্সে থাকতে পারেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতারাও। প্রথম দিন ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট ম্যাচের শুভ সূচনা করতে মাঠে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করবেন বলা জানানো হয়েছে।

No comments