Header Ads

গোলাপি বলে টেস্ট ম্যাচ নিয়ে সৌরভের সঙ্গে ভিন্নমত দ্য ওয়ালের।

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটের মসনদে বসেই বোর্ড সভাপতি টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ প্রথম ভারতের মাটিতে হতে চলেছে ইডেন গার্ডেনে। আর এই নিয়েই ভিন্ন সুর শোনা গেল কিংবদন্তি ক্রিকেটার তথা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় মত, 'গোলাপি বল ম্যাচ টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াবে। কিন্তু এটাই একমাত্র উপায় নয়।' টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে ফ্যানদের চাহিদা বুঝতে হবে। ফ্যানেরা এখন মোবাইল, টিভিতে খেলা দেখায় ঝুঁকেছে। এই প্রবণতা কমাতে গেলে উন্নত পরিকাঠামো এবং পরিষেবা দিতে হবে। তবেই সমর্থকেরা মাঠমুখী হবে, এমনটাই মত ভারতীয় ক্রিকেটে দ্য ওয়ালের।
শুধু তাই নয়। রাহুল দ্রাবিড় নিজের ক্রিকেট কেরিয়ারের উদাহরণ টেনে বিসিসিআইকে পরামর্শ দিয়ে বলেছেন,'আমরা যখন ২০০১ সালে ইডেনে ১ লাখ লোকের খেলা দেখার কথা বলি, ওই সময় টিভি পরিষেবা জনপ্রিয়তা পায়নি। আর এখন মোবাইলে ক্রিকেট চলে এসেছে। আর তাই ভারতীয় বোর্ডকে টেস্ট ক্রিকেট ক্যালেন্ডার তৈরির পরামর্শ দিয়েছেন জ্যামি। সীমিত ওভারের ক্রিকেট থেকে বেশি করে টেস্ট ম্যাচের দিকে ঝুঁকতে বলেছেন রাহুল দ্রাবিড়। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা অন্য পর্যায়ে। এই দুই দেশেই বছরের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভেন্যুতে টেস্ট ম্যাচ হয়ে থাকে। উদাহরণ হিসেবে দ্রাবিড় বলেছেন,'ডিসেম্বরে যেমন অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাটিতে বক্সিং ডে টেস্ট হয়ে থাকে, ঠিক তেমনি জুলাইতে লর্ডস টেস্ট হয়। ' রাহুল দ্রাবিড় বলেছেন, ভারতেও এমন ক্রীড়াসূচি হলে দর্শকদের আকর্ষণ আরও বাড়বে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.