Header Ads

আর পাওয়া যাবেনা টিকিট গোলাপি টেস্টের।তাহলে কি দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে আম ক্রিকেটভক্তদের।

নজরবন্দি ব্যুরোঃ গোলাপি টেস্ট নিয়ে জন সাধারণের উৎসাহ তুঙ্গে। আর এই উৎসাহের মধ্যে যদি গোলাপি টেস্টের টিকিট না পাওয়া যায়? হ্যাঁ, এমনটাই ঘটেছে। ইডেনের গোলাপি টেস্টের টিকিট নেই সাধারণের জন্য। সোমবার দিন ইডেনের সম্পুর্ন একটা আলাদা চিত্র দেখা গেল। টিকিট নিয়ে চলছে হাহাকার। টিকিটের জন্য সাধারণের ভিড় উপচে পরেছে। ইডেনের টিকিট বন্টনের দায়িত্বে ‘বুক মাই শো’। টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। মাথা পিছু ঘণ্টাখানেক করে দাঁড়াতে হচ্ছে। অভিযোগ উঠছে, বন্টনকারীরা পুরো হিসেব গুলিয়ে ফেলেছে টিকিটের! কেউ পাঁচ দিনের টিকিটের টাকা জমা করে হাতে পাচ্ছেন শুধু পঞ্চম দিনের টিকিট। টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টাখানেক। তাও মিলছে না বুক করা টিকিট। এই অভিযোগেই শুরু হয় চিৎকার, ধাক্কাধাক্কি। পরিস্থিতির সামাল দিতে নামতে হয় সিএবি পদাধিকারীদের।
 মঙ্গলবার টিকিটের ব্যবস্থা করে দেবেন এমন প্রতিশ্রুতি দিতে হয় তাদের। সিএবি সদস্য, কর্পোরেট বুকিংয়ের চাহিদাপত্র মিটিয়ে যা অবস্থা, তাতে কাউন্টার থেকে আর নাকি টিকিট ছাড়া সম্ভব হবে না! তাহলে বলাই যায়, সিএববি কাউন্টার থেকে আর পাওয়া যাবে না টিকিট। সিএবি-র কোনও কোনও কর্তা বলছেন, ভুল হয়েছে আমাদের পক্ষ থেকে, অনলাইনে বেশি টিকিট আগে ছেড়ে দিয়ে। আর সাধারণের জন্য কাউন্টারে টিকিট ছাড়ার উপায় নেই। অথচ লোকে ভিড় করে সকাল থেকে দাঁড়িয়ে।এই অবস্থায় আপনি টিকিট কিনে থাকলে ভাল। নাহলে গোলাপি টেস্ট দেখার স্বাদ আপনাকে টিভি দেখেই মেটাতে হবে। এটা তো গেল সোমবারে ইডেনের একটা দিক। সেদিন ইডেনের অন্য একটা দিকও ছিল। গোটা ক্লাবহাউস জুড়ে গোলাপি আলো, জায়গায় জায়গায় দেওয়ালের দখল নিয়েছে ‘গ্রাফিটি’। গোটা শহর জুড়ে ছড়িয়ে পরেছে গোলাপি উৎসবের আনন্দ।উৎসবের আয়োজন শহরে চারিদিকে। কেষ্টপুর থেকে পার্ক স্ট্রিট। বেহালা থেকে গড়িয়াহাট।
 পার্ক সার্কাস থেকে মধ্যমগ্রাম। কোথাও বিলবোর্ড, কোথাও এলইডি ডিজিটাল বোর্ড। যা শহরবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে, গোলাপি টেস্ট কে স্বাগত জানাতে আর বাকি মাত্র চার দিন। ইডেনে ভারতবর্ষের প্রথম দিন-রাতের টেস্টে সকলের স্বাগত! এই উৎসবে ইডেনে উপস্থিত থাকতে দেখা যাবে রাজনৈতিক ও খেলার জগতের নানান হাইপ্রোফাল ব্যক্তিত্বদের। থাকছেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, দিলীপ বেঙ্গসরকর, ফারুখ ইঞ্জিনিয়ার, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, পিভি সিন্ধু, পুল্লেলা গোপীচাঁদ, মেরি কম, সানিয়া মির্জা, অভিনব বিন্দ্রা, বজরং পুনিয়া মতো ব্যক্তিত্বেরা। ইডেনে নিরাপত্তার দিকে লক্ষ্য রাখা হয়েছে। গোটা ইডেন ঘিরে থাকবে পুলিশ। তাছাড়া নিরাপত্তার জন্য নানা রকমের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.