বি এস এফের গুলিতে খতম বাংলাদেশি গরু পাচারকারী।
নজরবন্দি ব্যুরোঃ রবিবার গভীর রাতে বাংলাদেশের বাবেলকোনা সীমান্ত এলাকায় কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যায় । ঘটনাটি ঘটেছে ভারতের সীমান্ত লাগোয়া শেরপুরের শ্রীবারদি উপজেলার বাবেলকোনা এলাকায়। বিএসএফ সূত্রে জানা যায় সোমবার খুব ভোরে রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের কাছে অবস্থিত মারাংপাড়া ব্রিজের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায় উকিল মিঞা ও খোকন মিঞা কে এবং তাদের ওপরে সন্দেহ হওয়ায় তখনি গুলি করে বিএসএফ।
ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই আর বাকি যারা তাদের সাথে ছিল তারা তখনই পালিয়ে যায়।মৃতরা গরু পাচারকারী ছিল বলে জানা গিয়েছে।পরে পুলিশ সোমবার বেলার দিকে ঘটনাস্থলে গিয়ে উকিল মিঞা ও খোকন মিঞার মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল পাঠায়। বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খাদাকার আবদুল হাই জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই দুই বন্ধু নাকি না বুঝেই বাবলেকোনা এলাকা দিয়ে ভারতের সীমানায় প্রবেশ করেছিল।আর তারপর বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়।
ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই আর বাকি যারা তাদের সাথে ছিল তারা তখনই পালিয়ে যায়।মৃতরা গরু পাচারকারী ছিল বলে জানা গিয়েছে।পরে পুলিশ সোমবার বেলার দিকে ঘটনাস্থলে গিয়ে উকিল মিঞা ও খোকন মিঞার মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল পাঠায়। বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খাদাকার আবদুল হাই জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই দুই বন্ধু নাকি না বুঝেই বাবলেকোনা এলাকা দিয়ে ভারতের সীমানায় প্রবেশ করেছিল।আর তারপর বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়।

No comments