Header Ads

পড়ুয়া নিগ্রহ কান্ডে রিপোর্ট তলব করলেন শিক্ষামন্ত্রী।

নজরবন্দি ব্যুরো: বোলপুরের শান্তিনিকেতনের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ক্ষুদে পড়ুয়াদের ওপর শিক্ষক নিগ্রহ কান্ডে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 'যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে' এভাবেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় ওঠে। ঘটনায় ক্ষুব্ধ শিশু অধিকার সুরক্ষা কমিশন। বীরভূম জেলা শাসককে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এদিকে ক্ষুদে পড়ুয়া অভিভাবকদের অভিযোগ, প্রথম শ্রেণির ছাত্র ছাত্রীরা ঠান্ডার কারণে অন্য প্যান্ট পড়ে স্কুলে আসে। এই অপরাধে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের প্যান্ট খুলে দিয়ে ক্লাস করায়। অভিভাবকদের অভিযোগ, কার্যত নগ্ন হয়েই ছাত্র ছাত্রীরা ক্লাস করে।
 এখানেই শেষ নয়। নগ্ন অবস্থাতেই ক্ষুদে পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়েছে। যদিও বেসরকারি ওই ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকেরা নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে, স্কুলের একটা ড্রেস কোড আছে। সেটাই নিয়ম মেনে পড়া উচিত। কিন্তু কয়েকজন তা পালন করেনি। তাদের শুধু বলা হয়েছে স্কুলের নির্দিষ্ট পোশাক পড়ে আসার জন্য। অন্যদিকে ক্ষুদে পড়ুয়াদের অভিভাবকেরা শিক্ষকদের এই বক্তব্য মানতে নারাজ। ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদে অভিভাবকেরা সোমবার রাতে শান্তিনিকেতন থানায় শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। মঙ্গলবার সকালে ক্ষুদে পড়ুয়াদের অবিভাবকেরা স্কুলের সামনে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির দাবি রেখে বিক্ষোভে সামিল হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.