Header Ads

অযোধ্যা রায় নিয়ে বলিউডের 'ভাইজানের' বাবা সেলিম খানের মন্তব্য ঘিরে হইচই।

নজরবন্দি ব্যুরো: শনিবার বহু বিতর্কিত অযোধ্যা মামলার রায় বের হয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে বলিউডের 'ভাইজান' সলমন খানের বাবা সেলিম খান বলেছে,'আদালত ৫ একর জমিতে মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছে। ওই ৫ একর জমিতে মসজিদ করার দরকার নেই। ওই জমিতে স্কুল গড়ে তোলা হোক'। বিখ্যাত চিত্রনাট্যকার তথা প্রযোজক সেলিম খান বলেছে,'বিতর্কিত অযোধ্যা বিষয়টির নিস্পত্তি হয়ে গিয়েছে। এই রায় মুসলিম সম্প্রদায়কে মেনে নেওয়া উচিত, এবং আগামি ভবিষ্যৎ এর দিকে এগিয়ে চলা উচিত।' অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ৮৩ বছর বয়সী চিত্রনাট্যকার সেলিম খান বলেছে, 'মহিব্বত জাহির করিয়ে ওর, মাফ করিয়ে'। বিখ্যাত এই চিত্রনাট্যকার বলেছে,'পুরনো ইস্যুকে আর জীবন্ত, ফিরিয়ে আনার দরকার নেই। এখান থেকেই নতুনভাবে আগামি দিনের জন্য পথ চলা শুরু করা হোক'। সেলিম খান বলেছে,'অতীতেও ভার শান্তি এবং সম্প্রীতির ধারক এবং বাহক হিসেবে উদাহরণ রেখেছে। বহু বছরের ঝুলে থাকা বিতর্কিত রায়ে বের হওয়ার মধ্যে নিস্পত্তি ঘটেছে, তা সকলেরই রায় মেনে নেওয়া উচিত। আমি আমার হৃদয় দিয়ে আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি'।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.