Header Ads

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে মমতা।

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় 'বুলবুল' পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আকাশপথে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আকাশপথে নামখানা এবং বকখালি ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক সেরে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগণার বসিরহাটের ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। রবিবার এই বিষয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে মুখ্যমন্ত্রী আকাশপথে উড়ে যাবেন ঘূর্ণিঝড় উপদ্রুত অঞ্চলে। নবান্নে রাজ্যের ৯ টি জেলার জেলাশাসকেরা জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের' ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সরকারি মতে ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় টেলি যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বহু কাঁচা এবং পাকা বাড়ি ভেঙে পড়েছে। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছিলেন। এখন আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখে ত্রাণ এবং পুনবার্সনের কাজে গতি আনতে রাজ্য প্রশাসনের মেশিনারিগুলোকে আরোও বেশি করে সচল করে তুলবেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.