Header Ads

বোর্ডে সৌরভের মেয়াদ বাড়তে চলেছে, কিভাবে জানতে হলে এখুনি পড়ুন।

নজরবন্দি ব্যুরো: বিসিসিআইতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর মেয়াদ বৃদ্ধির জন্য সংবিধান সংশোধন হতে পারে। ১ ডিসেম্বর মুম্বইতে বোর্ডের সাধারণ সভা। এই বৈঠকেই বোর্ডের আগের সংবিধান সংশোধন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই এই বৈঠক ঘিরে বোর্ডের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সচিব জয় শাহ দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার সচিবদের চিঠি পাঠিয়েছে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। ভারতীয় বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ ৯ মাস। আর বোর্ড সচিব অমিত শাহ পুত্র জয় শাহর ভবিষ্যৎ বোর্ডে সৌরভের মতই হতে পারে। তাই সুপ্রীম কোর্ট নিযুক্ত বিচারপতি আর এম লোধা কমিটি ম্যাচ গড়াপেটা, বেটিং সহ একাধিক কারণে বিসিসিআই এর স্বচ্ছতা বজায় রাখার জন্য সংবিধান রচনা করে। আর লোধা কমিটির সংবিধান অনুযায়ী বিসিসিআই কিংবা রাজ্য ক্রিকেট সংস্থার পদাধিকারি দুবারের বেশি পদে থাকতে পারবে না। নির্বাচনেও প্রার্থী হতে পারবে না। তিন বছরের 'কুলিং অফ পিরিয়ড' চলবে সংশ্লিষ্ট পদাধিকারীর। আর এই নিয়মের জাঁতাকলে জড়িয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। দুবার মহারাজ সিএবির প্রেসিডেন্ট পদে ছিলেন, টানা পাঁচ বছর বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট পদে কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই অবস্থা জয় শাহর। সেই কারণে ১ ডিসেম্বর বোর্ডের সদর দফতর মুম্বইতে বিসিসিআই এর সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা হতে পারে, যাতে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহ ৩ বছর বোর্ডের পদে আসীন থেকে দায়িত্ব পালন করতে পারে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.