Header Ads

সুখবর! রেলকর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে।

নজরবন্দি ব্যুরো: রেলের নন গেজেটেড মেডিকেল কর্মীদের জন্য সুখবর। রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নন গেজেটেড মেডিকেল কর্মীদের বেতন বাড়ানো হবে। পদ অনুসারে বেতন বাড়বে ৫ হাজার থেকে ২১ হাজার টাক্স। রেলওয়ে বোর্ড সম্প্রতি এক বিঞ্জপ্তি জারি করেছে। এই বিঞ্জপ্তি অনুসারে রেলের চার বিভাগে কর্মীদের পদন্নোতির সম্ভাবনা দাঁনা বেঁধেছে। নার্স, ফার্মাসিস্ট, ল্যাব স্টাফ, স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক, ফিজিওথেরাপিস্ট, ডায়টেশিয়ান এবং পরিবার কল্যাণ সংস্থা এই নন গেজেটেড মেডিকেল কর্মীদের পদন্নোতি দীর্ঘদিন ধরে আটকে ছিল। অবশেষে পদন্নোতির ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড।
এই পদন্নোতির কারণে কর্মীদের মাসিক এইচআরএ, ডিএ এবং টিএ বৃদ্ধি হতে পারে। এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন অনেক দিন থেকেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। এবার কর্মী ইউনিয়নদের বেতন বৃদ্ধি নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদি সরকার। ইতিমধ্যেই সরকারের অন্দরে সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর ঘোষণা করে দিতে পারে মোদি সরকার। সুত্র মারফৎ এও জানা গিয়েছে,কেন্দ্রীয় সরকারি কর্মী দের বেতন কিভাবে বাড়ানো যায় তা নিয়ে চলতি মাসেই আলোচনা হতে পারে। তাই কেন্দ্রীয় কর্মচারিদের বেতন বৃদ্ধির জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.