শিবসেনা-প্রীতি কংগ্রেসের পক্ষে ক্ষতিকর: সোনিয়াকে সাবধানসূচক চিঠি জামিয়াত উলামা-ই-হিন্দের
নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি জট একটু একটু করে খুলছে। আজ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নিজের বাসভবনে মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেল ও এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠক করছেন তিনি। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে গতকালই এনসিপি প্রধানের সঙ্গে কথা হয় সোনিয়ার। জানা যায়, সাধারণ কর্মসূচি থেকে সরকার গঠনের ফর্মুলা নিয়ে আলোচনা হয় দু দলের প্রধানের। এবার দলীয় নেতাদের সঙ্গে কথা বলছেন কংগ্রেস সভানেত্রী। বৈঠক শেষে কী মিলবে ‘বিকল্প’ সরকারের সবুজ সঙ্কেত? নজরে তাই কংগ্রেসের এদিনের বৈঠক। কিন্তু শিবসেনার পাশে থাকার জন্য সোনিয়া গান্ধীকে সাবধানসূচক চিঠি পাঠালো মুসলিম সংগঠন জামিয়াত উলামা-ই-হিন্দ।
তারা কংগ্রেস নেত্রী কে চিঠি দিয়ে জানিয়েছে, মহারাষ্ট্রে রাজনৈতিক দুর্দশা চলছে। আপনি শিবসেনার পাশে দাঁড়াচ্ছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পদক্ষেপ কংগ্রেস দলের জন্য ক্ষতিকর। আশা রাখছি আমাদের এই পরামর্শ আপনাদের দলের জন্য শুভ হবে।' সূত্রের খবর অনুয়ায়ী, সব ঠিকঠাক এগোলে উদ্ধব ঠাকরেই হচ্ছেন মহারাষ্ট্রের আগামী পাঁচ বছরের মুখ্যমন্ত্রী। সরকারে থাকবেন দু’জন উপ-মুখ্যমন্ত্রী। বিকল্প জোটের শরিক কংগ্রেস ও শিবসেনা থেকে হবে উপ-মুখ্যমন্ত্রী। বিধানসভায় আসন সংখ্যার অনুপাতে মন্ত্রিসভায় দফতর বন্টন হবে। বিধানসভা ভোটে শিবিসেনা, এনসিপি ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৫৬, ৫৪ ও ৪৪টি আসন। এক্ষেত্রে ১৫, ১৪ ও ১৩ ফর্মুলায় দফতর ভাগ হতে পারে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। সেনা স্পিকার পদ শরিকদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান স্পিকার পদ পেতে পারেন।
এখন এটাই দেখার, সরকারে অন্তর্ভূক্তি, নাকি বাইরে থেকে শিবসেনাকে সমর্থন দেবে কংগ্রেস ও এনসিপি। আপাতত এই নিয়ে আলোচনার জন্যই সরকার গঠন প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। রাজনৈতির বিশ্লেষকদের একাংশের মতে, উদ্ধব ঠাকরেরা সরকার গঠনের জন্য শর্ত দেওয়ার জায়গায় নেই। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দরকষাকষি করে ক্ষমতা বৃদ্ধির পক্ষে শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীরা।
তারা কংগ্রেস নেত্রী কে চিঠি দিয়ে জানিয়েছে, মহারাষ্ট্রে রাজনৈতিক দুর্দশা চলছে। আপনি শিবসেনার পাশে দাঁড়াচ্ছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই পদক্ষেপ কংগ্রেস দলের জন্য ক্ষতিকর। আশা রাখছি আমাদের এই পরামর্শ আপনাদের দলের জন্য শুভ হবে।' সূত্রের খবর অনুয়ায়ী, সব ঠিকঠাক এগোলে উদ্ধব ঠাকরেই হচ্ছেন মহারাষ্ট্রের আগামী পাঁচ বছরের মুখ্যমন্ত্রী। সরকারে থাকবেন দু’জন উপ-মুখ্যমন্ত্রী। বিকল্প জোটের শরিক কংগ্রেস ও শিবসেনা থেকে হবে উপ-মুখ্যমন্ত্রী। বিধানসভায় আসন সংখ্যার অনুপাতে মন্ত্রিসভায় দফতর বন্টন হবে। বিধানসভা ভোটে শিবিসেনা, এনসিপি ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৫৬, ৫৪ ও ৪৪টি আসন। এক্ষেত্রে ১৫, ১৪ ও ১৩ ফর্মুলায় দফতর ভাগ হতে পারে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। সেনা স্পিকার পদ শরিকদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান স্পিকার পদ পেতে পারেন।
কোন মন্তব্য নেই