Header Ads

সিয়াচেনর হিমবাহ ধসে চাপা পড়ে মৃত্যু হল ৪ জওয়ানের।

নজরবন্দি ব্যুরো: সিয়াচেন হিমবাহ অঞ্চলে টহলদারির সময় তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হল চার জওয়ানের। সোমবার সিয়াচেনের উনিশ হাজার ফুট উচ্চতায় টহল দেওয়ার সময় আচমকাই তুষার ঝড় হয় আর তার কবলে পড়েন আট জওয়ান। ধসের নিচে চাপা পড়েও কোনও ক্রমে বেঁচে ফিরতে পেরেছেন দুজন সেনাকর্মী। মঙ্গলবার সেই সিয়াচেন হিমবাহের বর্তমান পরিস্থিতির বিশদ বিবরণ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানালেন সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার বিকেল তিনটে নাগাদ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় হিমবাহের উত্তরাংশে তুষার ধস হয়। তখনই বরফের নীচে চাপা পড়ে যান টহলদারিতে বেরনো জওয়ান ও পোর্টাররা। খবর পেয়েই উদ্ধারকারী দল পৌঁছে যায় সিয়াচেনে। সেখানে উপস্থিত অন্য জওয়ানরা তার আগেই উদ্ধারের কাজ শুরু করে দেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় বরফের নিচ থেকে সবাইকে বের করে আনা হয়। উদ্ধার করা গেলেও চার জওয়ান ও দুই পোর্টারকে বাঁচানো সম্ভব হয়নি। বাকিদের বাঁচানোর চেষ্টা চলছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.