বিজেপি কর্মীদের প্রতি মিথ্যা মামলা, বীরভূমের পারুই থানা ঘেরাও।
নজরবন্দি ব্যুরো: গত সেপ্টেম্বরে বীরভূমের নলহাটি থেকে গ্রেফতার করা হয় রাজ্য বিজেপি যুব মোর্চার সহ- সভাপতি ধ্রুব সাহাকে। কেন এই গ্রেফতার? তা নিয়ে অবশ্য বিস্তারিতভাবে কিছুই জানতে চায়নি জেলা পুলিশ। জানানো হয়েছিল, পুরোনো মামলায় বিজেপির এই যুব নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে পুলিশের ক্ষমতার অপব্যবহার ও শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির।
বীরভূমের পারুই থানা এলাকায় বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবী বিজেপি কর্মীদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। তারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করেন। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন বীরভূমের গেরুয়া শিবিরের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।
সূত্রের খবর, হিংসা ও অস্ত্র আইনে বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি যুব মোর্চার সহ - সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে। এর আগে চিট ফ্যান্ড মামলায় গ্রেফতার করা হয়েছিল গেরুয়া দলের এই নেতাকে। পরে জামিনে মুক্তি পান তিনি।
বিজেপির পক্ষ থেকে পারুই থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা কর্মসূচিটি ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
বীরভূমের পারুই থানা এলাকায় বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবী বিজেপি কর্মীদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। তারা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করেন। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন বীরভূমের গেরুয়া শিবিরের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।
কোন মন্তব্য নেই