Header Ads

মোদী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে! সুদিনের পর্দাফাঁস।

নজরবন্দি ব্যুরোঃ সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মোদি সরকারের বিরুদ্ধে। মোদি সরকারের ‘সুদিনে’র স্বপ্নে বাধা হয়ে দাড়াতে পারে এই চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রের পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে মোদির আমলে জনগণের ক্র‍য় ক্ষমতা বিষয়ক কিছু তথ্য তুলে ধরা হয়। সংবাদমাধ্যমে এই খবর ফাঁস হয়ার পরেই বেশ কিছুটা অসস্থিতে পরে মোদি সরকার।এই তথ্য প্রকাশ হতেই রিপোর্ট প্রকাশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় মোদি সরকার৷কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থা ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও রিপোর্টে তথ্যগত ত্রুটি আছে৷ ফলে, সরকার তা প্রকাশ করবে না৷ এখন প্রশ্ন, এমন কি আছে এই তথ্যে? এনএসও রিপোর্ট ফাঁস করে জানিয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মাসের মধ্যে গ্রামাঞ্চলের মানুষের পণ্য কেনার ক্ষমতা কমেছে ৮.৮ শতাংশ৷ জানানো হয়েছে, দেশের ১৩০ কোটি জনসংখ্যার দুই তৃতীয়াংশই গ্রামে বসবাস করেন৷ মধ্যে খাদ্য, শিক্ষা ও পরিচ্ছদ ক্রয় ক্ষমতা কমেছে৷ ১৯৭২ সালের পর এমন ঘটনা ভারতীয় অর্থনীতিতে বিরল৷ শহরাঞ্চলে মানুষের পণ্য কেনার ক্ষমতা ১১.৫ কমেছে৷ গ্রাম-শহর মিলিয়ে দেশের জনতার ক্রয় ক্ষমকতা কমেছে ১৩ শতাং৷ গত জুন মাসে এই রিপোর্ট পেশ করার কথা ছিল, কিন্তু তা প্রকাশ করা হয়নি।কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের আধিকারিকদের সূত্রে খবর,এনএসও’র রিপোর্টটি অসম্পূর্ণ৷ ফলে তা এখনই প্রকাশ করা জাবে না। ৷ এটা প্রথম নয় এর আগেও ৷ এর আগে দেশের বেকারত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এনএসও৷ সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে দুই শীর্ষ আধিকারিক পদত্যাগও করেন।
গত ৪৫ বছরে বেকারত্বের হার এই মুহূর্তে দেশে সর্বাধিক৷ লোকসভা ভোটের কথা মাথায় রেখে সেই রিপোর্টের সত্যতা অস্বীকার করে কেন্দ্র৷ ভোট মেটার পর গত মে মাসে কেন্দ্র সরকার সেই রিপোর্ট প্রকাশ করে বেকারত্বের তথ্য প্রকাশ করে৷ এবার জনতার ক্রয় ক্ষমতা সংক্রান্ত ‘অপ্রকাশিত তথ্যে’র সত্যতা মোদি সরকার স্বীকার করে কি না, সেদিকেই তাকিয়া রাজনৈতিক মহল৷ রাহুল গান্ধী নিজেও সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশ করা নিয়ে মন্তব্য করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.