ইন্দোরে জিতল ভারত, ঐতিহাসিক গোলাপি টেস্টের প্রহর গোনা শুরু।
নজরবন্দি ব্যুরো: বিরাট কোহলির ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে নিল বাংলাদেশ। তিনদিনে শেষ প্রথম টেস্ট। বাংলাদেশে হারালো এক ইনিংস আর ১৩০ রানে। সঙ্গে শুরু হয়ে গোলাপি বলে দিন রাতের দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে ঐতিহাসিক কাউন্টডাউন। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় টাইগার্সরা। একমাত্র মুশফিকুরের ৪৩ রান মনে রাখার মতো। বাংলার পেসার শামির ৩ উইকেট। আর ঈশান্ত, উমেশ যাদব, অশ্বিনের ২ করে উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন আবার ২ উইকেট নিয়ে ২৫০ রানের মাইলস্টোন ছুঁয়েও ফেললেন। আবার ভারতের প্রথম ইনিংসে ভারতের মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশতরান। ৪৯৩ রান তোলে ভারত,৩৪৩ রানের বড় লিড, সঙ্গে ইনিংস ডিক্লেয়ার বিরাটের ভারতের। বিশাল রানের পাহাড়ের মুখে দাঁড়িয়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ। ৬৪ রানের লড়াকু ইনিংস দেখা গেল হোলকর স্টেডিয়ামের মাঠে, মুশফিকুরের ব্যাট থেকে। আর কোন ব্যাটসম্যান দাগ কাটতে পারলো না। দ্বিতীয় ইনিংস শামি নিলেন ৪ উইকেট। অফুরন্ত উইকেটের খিদে ভারতীয় পেসার মহম্মদ শামির মধ্যে।
অশ্বিন পেল ৩ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে। এবার মিশন 'গোলাপি টেস্ট', কলকাতার ইডেন গার্ডেনে। ইন্দোরের হোলকর স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামার আগেই গোলাপি বলে গা ঘামিয়ে নিয়েছে টিম বিরাট। ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট, দিন রাতের। খেলতে হবে গোলাপি বলে। ঐতিহাসিক গোলাপি টেস্টকে স্মরণীয় করে রাখতে খামতি রাখতে নারাজ সিএবি। একইভাবে দেশের মাটিতে হতে চলা প্রথম দিন রাতের গোলাপি বলের টেস্ট ম্যাচকে কোনভাবেই হাতছাড়া করতে নারাজ টিম ইন্ডিয়া। নিজেদের প্রস্তুতিতে কোন গাছাড়া ভাব না রেখে জয়ের জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া। আর ঐতিহাসিক গোলাপি টেস্টে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় টেস্টকে ঐতিহাসিক করে রাখবে বিরাটের ভারত এমন প্রত্যাশাতেই প্রহর গুনতে শুরু করে দিয়েছে ইডেন গার্ডেনে গোলাপি বলে টেস্ট ম্যাচ দেখতে টিকিট কেটে ফেলা দর্শকেরা।
রবিচন্দ্রন অশ্বিন আবার ২ উইকেট নিয়ে ২৫০ রানের মাইলস্টোন ছুঁয়েও ফেললেন। আবার ভারতের প্রথম ইনিংসে ভারতের মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশতরান। ৪৯৩ রান তোলে ভারত,৩৪৩ রানের বড় লিড, সঙ্গে ইনিংস ডিক্লেয়ার বিরাটের ভারতের। বিশাল রানের পাহাড়ের মুখে দাঁড়িয়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ। ৬৪ রানের লড়াকু ইনিংস দেখা গেল হোলকর স্টেডিয়ামের মাঠে, মুশফিকুরের ব্যাট থেকে। আর কোন ব্যাটসম্যান দাগ কাটতে পারলো না। দ্বিতীয় ইনিংস শামি নিলেন ৪ উইকেট। অফুরন্ত উইকেটের খিদে ভারতীয় পেসার মহম্মদ শামির মধ্যে।

No comments